‘কখনও কখনও ট্রফি জিতে আনন্দ করা জরুরি’

Looks like you've blocked notifications!

বাংলাদেশ দলের বর্তমান তরুণ ক্রিকেটাররা খুব কাছ থেকে দেখেছেন বড় বড় অর্জন। ক্রিকেটের বড় নামগুলোকে পরাজিত করার অভিজ্ঞতাও হয়েছে সাব্বির-নাসিরদের। তবে, ফাইনাল জিতে ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্যটা এখন হয়নি সাকিবদেরই, তরুণদের হিসেব তো বহুদূরে। তাই অধিনায়ক মাশরাফি ফাইনাল জয়ের পরে দেখতে চান তারুণ্যের উল্লাসটা।

তিন তিনটা ফাইনালে উঠেও হারতে হয়েছে বাংলাদেশকে। তিনটাই ঘরের মাটিতে। শনিবারের ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তারাই প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছিল ফাইনালে হারের। এরপর  ২০১২ এশিয়া কাপের কান্নাভেজা ফাইনাল আর তার চার বছর পরে সেই এশিয়া কাপেই ভারতের বিপক্ষে ফাইনালে হার।

এবার তাই জয়েই চোখ মাশরাফির। বড় ট্রফি জিতলে নবীনদের ভেতর যে আরও বড় জয়ের ক্ষুধা তৈরী হবে, সে মাশরাফির ভালই জানা।  ‘ফাইনালে যদি জিততে পারি, দলের ক্রিকেটারদের মাঝে সেটার প্রভাব খুব ভাল হবে। এটা জিতলে কেমন লাগে বা অনুভূতি কীরকম হয়, জানলে দলের তরুণ ক্রিকেটারদের মাঝে ক্ষুধা তৈরি হতে পারে। আর আমরা যারা আছি তাদের জন্যও চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ। ট্রফি জিতে আনন্দ করাও জরুরি কখনও কখনও (হাসি)।’

ফাইনালে জয়ের ক্ষেত্রে বড় ব্যবধান গড়ে দেবে ম্যাচের শুরুটা। তাই সূচনাটায় গুরুত্বটা একটু বেশিই দিচ্ছেন টাইগার দলপতি, ‘আমরা যদি শিরোপাটি জিততে পারি তাহলে বিষয়টি আনন্দের হবে। তবে, সবকিছু নির্ভর করছে আমরা ম্যাচে কেমন খেলতে পারি তার উপর। শুরুটা ভালো করতে হবে। ওয়ানডে ম্যাচে প্রথম চার-পাঁচ ওভারে খেলার দিক পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং, ম্যাচে আমরা কেমন শুরু করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।’