আইপিএল নিলাম

সাকিবের চেয়েও বেশি দাম মুস্তাফিজের

Looks like you've blocked notifications!

২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁর দুর্দান্ত নৈপুন্যে ভর করেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৭ সালের গত মৌসুমে ইনজুরির কারণে নিয়মিত হতে না পারলেও আইপিএলে কমেনি মুস্তাফিজের দাম। বরং এবছর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছেন ‘ফিজ’।

দীর্ঘ সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবছর সাকিব পেয়েছেন নতুন ঠিকানা। এবার তাঁকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে মুস্তাফিজেরই সাবেক ক্লাব সানরাইজার্স হায়দরাবাদ। আর মুস্তাফিজকে পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুস্তাফিজকে পেতে দলটি খরচ করেছে ২ কোটি ২০ লাখ রুপি।

মুস্তাফিজকে দলে ভেড়ানোর প্রথম ডাকটি এসেছিল দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পর শেষপর্যন্ত ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাঁকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ানস।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। নিলামের শুরুতেই তার প্রতি আগ্রহ ছিল সানরাইজার্সের। প্রথম ডাকেই সাড়া দেয় তারা। পরে অবশ্য যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে সানরাইজার্সকে বেশিক্ষণ লড়াই করতে হয়নি। ২ কোটিতেই তাঁকে পেয়ে যায় হায়দরাবাদ।

বাংলাদেশের মধ্যে আইপিএলে সবচেয়ে সফল সাকিব আল হাসান। বাংলাদেশের মুস্তাফিজ ও তামিমসহ  বাকি পাঁচজনকেও ধাপে ধাপে নিলামের জন্য ডাকা হবে।