ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব : মুশফিক
অনুর্ধ্ব ১৬ ফুটবল দলের কিশোরদের দুর্দান্ত কীর্তিতে দারুণ খুশি জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ রোববার সিলেটে অনুর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ।
আর কিশোরদের এ কীর্তিতে খেলা শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টা ৩৩ মিনিটে ফেসবুকে উচ্ছ্বসিত স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম লিখেছেন, ‘ওয়াও! কি দারুণ জয়! বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দল আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। আর মাত্র একটি ম্যাচ। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। ছেলেদের অভিনন্দন। ’
খেলা শুরু হওয়ার ঠিক ১৪ মিনিটের মাথায় মুশফিকুর ফেসবুকে লিখেন, ‘অনূর্ধ্ব ১৬ বাংলাদেশ দলকে শুভেচ্ছা। ইনশাল্লাহ আমরা জিতব। ’
এদিকে কিশোরদের এ দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত অলরাউন্ডার নাসির হোসেনও। সন্ধ্যা সাতটা ১৬ মিনিটে খেলা শেষ হওয়ার পর উচ্ছ্বসিত বাংলাদেশ দলের ফুটবলারদের ছবি দিয়ে লিখেছেন, ‘সিলেটে আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পর বিজয় উদযাপন করছে বাংলাদেশ। দারুণ খেলেছ তরুণ টাইগাররা।’