রেকর্ড গড়ায় ব্যস্ত কোহলি

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে বিরাট কোহলির নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ২৫ বছরের হিসাবটা টেস্টে না মিললেও মিলেছে ওয়ানডেতে। আর অধিনায়ক কোহলি ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন একদম সামনে থেকেই, হয়েছেন সিরিজ-সেরা। সঙ্গে একদিনের ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে কোহলি গড়েছেন এক নতুন রেকর্ড। 

সব মিলিয়ে ছয় ম্যাচে তিন শতক আর এক অর্ধশতকে ৫৫৮ রান এসেছে ভারতীয় দলপতির উইলো থেকে। ছয় ইনিংসের তিনটিতেই অপরাজিত থাকা কোহলির গড়টাও অবিশ্বাস্য, ১৮৬.০০! এর আগে কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এত রান করতে পারেননি কোনো ব্যাটসম্যান। দুই দেশীয় সিরিজে তাই সবচেয়ে বেশি রানের রেকর্ডটা থাকল কোহলির ঘরেই।

নতুন রেকর্ড গড়ে কোহলি পেছনে ফেলেছেন তাঁরই স্বদেশি রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩-১৪ মৌসুমে দ্বিশতক হাঁকানোর সেই সিরিজে ১২২.৭৫ গড়ে ছয় ম্যাচে রোহিতের সংগ্রহ ছিল ৪৯১ রান। দক্ষিণ আফ্রিকার মাঠে কোহলির রেকর্ড গড়ার আগপর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। 

ভারতের বিপক্ষেই ক্রিস গেইল ২০০২ সালে সাত ম্যাচে করেছিলেন ৪৫৫ রান। বাংলাদেশের বিপক্ষে সালমান বাটের ৪৫১ রান রয়েছে তালিকার চতুর্থতে। অস্ট্রেলিয়ার বিপক্ষেই রোহিত শর্মা ৪৪২ রান করেছিলেন ২০১৫-১৬ মৌসুমে। তালিকার পঞ্চম স্থানও তাই ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যানের দখলে।

একের পর এক রেকর্ড গড়ে কোহলি নিজেকে এরই মধ্যে বানিয়ে ফেলেছেন রেকর্ডের প্রতিশব্দ। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে অতিক্রম করেছেন তাঁরই ‘আদর্শ’ শচীন টেন্ডুলকারের রান তাড়ায় গড়া ১৭ সেঞ্চুরিকে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে কোহলির শতক এখন ১৮টি। 

অপরাজিত সেঞ্চুরির রেকর্ডেও এখন শচীন রয়েছেন কোহলির পরেই। নয়বার শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন ২৯ বছর বয়সী কোহলি, শচীন হার না মানা শতক হাঁকিয়েছেন আটবার। ৩৫ শতক নিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাটার দ্বিতীয় নামটাও কোহলিরই। সবার প্রথমে থাকা শচীনের সংগ্রহ ৪৯ শতক।

দলনায়ক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি শতকের রেকর্ড। ১৩ সেঞ্চুরি নিয়ে নেতৃত্বের দায়িত্ব কাঁধে শতকের হিসেবে কোহলি ছুঁয়েছেন এবি ডি ভিলিয়ার্সকে। যেভাবে ছুটছেন কোহলি, তাতে দলপতি হিসেবে রিকি পন্টিংয়ের গড়া সর্বোচ্চ ২২ সেঞ্চুরির রেকর্ডটাও যে অক্ষত থাকছে না বেশিদিন, তেমনটা নিশ্চিত।