রিয়ালের টানা তৃতীয় জয়

Looks like you've blocked notifications!

এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের অবস্থান খুব একটা ভালো নয়। পয়েন্ট তালিকায় তারা আছে তৃতীয় স্থানে। আর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৪। স্প্যানিশ লিগে অনেকটাই বিবর্ণ দলটি এবার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। তারা ৩-১ গোলে হারিয়েছে লেগানেসকে।

অথচ এই লেগানেসের কাছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরেছিল রিয়াল। লা লিগার ম্যাচে সে দলটিকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি তাদের।

অবশ্য ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। ডিফেন্ডার রাফায়েল ভারানের দুর্বল একটি শট বুসতিনসার গায়ে লেগে বল জালে জড়ায়।

তবে ম্যাচের সমতায় ফিরতে খুব একটা দেরি হয়নি। ১১ মিনিটে মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাসে বল পেয়ে কোনাকুনি শটে জালে জড়ান বল।

প্রথমার্ধে এগিয়েও যায় রিয়াল। ২৯ মিনিটে করিম বেনজেমা ও কাসেমিরো বল দেওয়া নেওয়া করে এগিয়ে যান,  ডি-বক্সে ঢুকেই কাসেমিরো লক্ষ্যভেদ করেন।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে সার্জিও রামোস আরো একটি গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেন। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। তারা ১৪ ম্যাচে জিতেছে ও ছয় ম্যাচে ড্র করেছে। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬২ পয়েন্ট।