আবারও ম্যানসিটির কাছে আর্সেনালের হার

Looks like you've blocked notifications!

ম্যানচেস্টার সিটির জুজু যেন কাটছেই না আর্সেনালের। গত রোববার লিগ কাপ প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল আর্সেনালকে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারও সেই সিটির বিপক্ষে হারের মুখ দেখতে হলো গানারদের। এবারও ব্যবধান সেই একই—৩-০। 

নিজেদের মাঠে ঘুরে দাঁড়াতে চেয়েছিল আর্সেনাল। তবে লিগ কাপে পরাজয়ের দগদগে ঘা না শুকাতেই নিজেদের মাটিতে তারা একই ব্যবধানে পরাজিত হয়েছে সিটির কাছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো কাছে পৌঁছে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটি।

ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে থাকতে পারত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দল আর্সেনাল। অ্যারনের ক্রস ভিনসেন্ট কোম্পানির পায়ে লেগে দিকভ্রষ্ট হলে বেঁচে যায় সিটি। ম্যাচের ১৫ মিনিটে বেরয় সানের বাড়ানো ক্রসে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের মিডফিল্ডার সিলভা। ম্যাচের ৩৩ মিনিটে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। ইংলিশ মিডফিল্ডার কাইল ওয়াকারের আড়াআড়ি বাড়ানো ক্রস জালে পৌঁছে দিয়ে স্কোরলাইন ৩-০ করেন জার্মান মিডফিল্ডার সানে।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকা আর্সেনাল বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। একটি পেনাল্টি থেকেও তারা গোল করতে ব্যর্থ হয়।

এই ম্যাচ হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ সিটির কাছে হারের স্বাদ পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পেপ গার্দিওলার সিটি। ১৬ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ।