প্রতিশোধ-স্পৃহায় শুরু বার্সার নতুন মৌসুম
২০০৯ সালের মতো এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডের পুনরাবৃত্তি করার হাতছানি ছিল বার্সেলোনার সামনে। চারটি শিরোপা উঠেও গিয়েছিল কাতালানদের ট্রফিকেসে। কিন্তু পঞ্চম শিরোপা জয়ের লড়াইয়ে হোঁচট খেয়েছে বার্সা। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরে হতাশ হতে হয়েছে মেসি-পিকে-সুয়ারেজদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্যও অবশ্য বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না বার্সাকে। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বার্সার নতুন লা লিগা মৌসুম। লুইস এনরিকের শিষ্যরা যে প্রতিশোধস্পৃহায় টগবগ করে ফুটছেন, তা অনুমান করাই যায়।
রবিবার বিলবাওয়ের মাঠ সান মেমে স্টেডিয়ামে খেলতে যাবে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মিশনও শুরু হবে একই দিনে। নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মুখোমুখি হবে নিচের সারির ক্লাব স্পোর্টিং গিজনের। শনিবার লাস পালমাসের বিপক্ষে খেলবে লা লিগার আরেক শিরোপা প্রত্যাশী আতলেতিকো মাদ্রিদ।
এক সপ্তাহ আগে বিলবাওয়ের মাঠেই স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের খেলায় ৪-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল বার্সা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে ন্যু ক্যাম্পে মাঠে নামলেও সফল হতে পারেনি ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। জেরার্ড পিকে লালকার্ড দেখায় বেশ কিছুটা সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছিল বার্সাকে। লাইন্সম্যানের সঙ্গে খারাপ ব্যবহার করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন পিকে। ফলে লা লিগার নতুন মৌসুমের প্রথম চারটি ম্যাচ স্প্যানিশ এই ডিফেন্ডারকে ছাড়াই খেলতে হবে বার্সাকে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে জরডি আলবা ও নেইমারকেও।
রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরু করবে নতুন কোচ রাফায়েল বেনিতেজের তত্ত্বাবধানে। কয়েকদিন আগে তুরস্কের ক্লাব গ্যালাতেসারাইয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ও অনুপ্রেরণা জোগাচ্ছে রিয়ালকে। স্প্যানিশ কোচ বেনিতেজও বেশ উজ্জ্বীবিত নতুন শিষ্যদের পারফরম্যান্স দেখে। তিনি বলেছেন, ‘আমি অনেক ইতিবাচকতা দেখেছি। এভাবেই যদি খেলতে পারি তাহলে আমি খুব খুশিই হব। কিন্তু আমাদের এখনো বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।’ বার্সার মতো রিয়াল শিবিরেও আছে ইনজুরি সমস্যা। রিয়ালকে খেলতে হবে পেপে ও করিম বেনজেমাকে ছাড়া।