আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল!
এশিয়ান গেমস হকির বাছাই পর্বে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। দুর্বল আফগানিস্তানের জালে রীতিমতো গোল উৎসব করেছে লাল-সবুজের দল। জিমি-চয়নরা জিতেছে ২৫-০ গোলের বিশাল ব্যবধানে।
আন্তর্জাতিক হকিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এ জয়ের সুবাদে এশিয়ান গেমেসের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে তারা।
এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল নেপালের বিপক্ষে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে ২১-০ গোলে জিতেছিল তারা। এবার সে রেকর্ড ভেঙেছে তারা।
আজ ওমানের মাস্কটে অনুষ্ঠিত এ ম্যাচে পুরো আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচে একটি সময়ের জন্যও আফগানিস্তান বলের নিয়ন্ত্রণ নিতে পারেনি। জিমি-চয়না আক্রমণে আক্রমেণে দিশেহারা করে তোলে প্রতিপক্ষের রক্ষণভাগ।
বাংলাদেশের এই জয়ে দিনে হ্যাটট্রিক করেছেন ছয়জন খেলোয়াড়। তারা হলেন—অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, রোমান সরকার, মামুনুর রহমান চয়ন, আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন।
অবশ্য রোমান ও ইমন করেন চারটি করে গোল। আর হাসান জুবায়ের নিলয় ও ফরহাত আহমেদ শিটুল দুটি করে এবং নাঈম উদ্দিন করেন একটি গোল।
আসরে এর আগে প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ জয় পেয়েছিল। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে হংকংকে ৫-১ গোলে হারায়।
এবারের আসরে আফগানিস্তান টানা তিন ম্যাচ হেরেছে। এখন পর্যন্ত তারা মোট ৬৭ গোল হজম করেছে।
আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।