কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষ চান না ইনিয়েস্তা

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা চেলসির বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে খানিকটা ভীতি ছিল। এটা স্বীকারও করেছেন বার্সা কোচ আর্নেস্তো ভেলভার্দে। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বার্সেলোনা শিবির সাময়িকভাবে কিছুটা প্রশান্তিতে আছে।
রিয়াল মাদ্রিদ ও সেভিলার সঙ্গে স্পেনের তৃতীয় ক্লাব হিসেবে চেলসির বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। এই তিন দল ছাড়াও শেষ ষোলোর বাধা পেরিয়েছে জুভেন্টাস, রোমা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। ড্রর মাধ্যমে নিশ্চিত হবে, কে কার মুখোমুখি হবে। স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা চাইছেন, যেন চ্যাম্পিয়নস লিগে বার্সার সামনের পথটা মসৃণ হয়। তাই বার্সেলোনার এই মিডফিল্ডার চান, স্প্যানিশ কোনো দলের বিপক্ষে যেন বার্সেলোনাকে মাঠে নামতে না হয়।
ড্রর মাধ্যমে কোন দল পেতে প্রত্যাশী, ইনিয়েস্তার কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই স্প্যানিশ কোনো দল নয়। কারণ আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি।’
এই মিডফিল্ডার আরো বলেন, ‘সব দলেরই লক্ষ্য থাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা, কিন্তু এটা সহজ নয়। মাত্র একটা খারাপ ম্যাচ টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।’
তবে ইনিয়েস্তা দলের জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যই থাকবে ভুলের সংখ্যা কমানো। আমি বিশ্বাস করি, আমাদের দলের জয়ের মতো ফর্ম আছে।’
ইনিয়েস্তা ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত প্রথমে ক্লাবকে জানাব। তারপর সবাই জানতে পারবে। ৩০ এপ্রিলের আগেই সিদ্ধান্ত নেব। আমি নিজের ও ক্লাবের কাছে সর্বোচ্চ সৎ থাকব। আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি। দুটি পথ খোলা—হয় থাকব, না হয় চলে যাব।’
ইনিয়েস্তা বার্সেলোনা ক্লাবের সঙ্গে আজীবন চুক্তি করেছেন। সুতরাং ক্লাব ছেড়ে যাওয়া সম্পূর্ণ তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করে।