বিশ্ব অ্যাথলেটিকস

হিটেই বাদ মেজবাহ

Looks like you've blocked notifications!
দুই বছর আগে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকসে মেজবাহ আহমেদ (ডানে)। ফাইল ছবি

বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের সেই হতাশারই চিত্র। ১০০ মিটার স্প্রিন্টে হিটের প্রাথমিক রাউন্ড থেকেই ছিটকে পড়ছেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের একমাত্র অ্যাথলেট মেজবাহ আহমেদ।

বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে ১১.১৩ সেকেন্ড সময় নিয়ে হিটের প্রাথমিক রাউন্ডের তিন নম্বরে লেনে নয়জনের মধ্যে সপ্তম হয়েছেন মেজবাহ। নৌবাহিনীর এই অ্যাথলেট ২৬ জনের মধ্যে হয়েছেন ১৭তম। এই রাউন্ড থেকে ১২ জন অ্যাথলেট হিটে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব দুই বছর আগে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত আগের আসের অংশ নিয়েছিলেন। সেবারও ১০০ মিটার স্প্রিন্টে তাঁর টাইমিং ছিল ১১.১৩ সেকেন্ড।

যদিও দেশ ছাড়ার আগে মেজবাহ জানিয়েছিলেন, গতবারের টাইমিং অতিক্রম করা তাঁর মূল লক্ষ্য। অবশ্য বেইজিংয়ে তিনি তা পারেননি। গতবারের টাইমিংই ধরে রেখেছেন এবারও।