দিবালা-ইকার্দির বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত

Looks like you've blocked notifications!

ক্লাব ফুটবলে নিজেদের প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন ইকার্দি ও দিবালা। ক্লাবে দারুণ পারফর্ম করে ক্লাব কোচের মন গলাতে পারলেও মন গলাতে পারেননি জাতীয় দল আর্জেন্টিনার কোচ সাম্পাওলির। ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের ২৩ সদস্যের দলে তো রাখেননি, বরং এবার জানিয়েই দিলেন—বিশ্বকাপেও খেলা অনিশ্চিত এই তারকাদের।

শুক্রবার ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা দল। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমাদের খেলার স্টাইলের সঙ্গে দিবালার খেলার স্টাইল ঠিকমতো যাচ্ছে না।’ দিবালার সম্পর্কে সাম্পাওলি আরো বলেন, ‘দিবালার পারফরম্যান্সের কোনো উন্নতি ঘটেনি। যদি বর্তমান খেলোয়াড়রা দিবালার থেকে ভালো খেলে, তাহলে কেন আমরা তাকে দলে নেব? আশা করছি, পারফরম্যান্স উন্নতির জন্য সে কঠোর পরিশ্রম চালিয়ে যাবে।’
অন্যদিকে ইকার্দির ব্যাপারেও একই কথা বললেন এই কোচ। তিনি বলেন, ‘ইকার্দির পরিস্থিতিও অনেকটা দিবালার মতো। ইকার্দির ইন্টার মিলানের পারফরম্যান্সের সঙ্গে আর্জেন্টিনার পারফরম্যান্স একদমই মানানসই নয়।’

মৌসুমের শুরুতে ছন্দে থাকলেও মাঝপথে খেই হারিয়েছিলেন ইকার্দি। এর ফলে আর্জেন্টিনা দল থেকে বাদও পড়েন এই স্ট্রাইকার। সাম্পাওলি বলেন, ‘আমি ইকার্দিকে বলতে চাই, আরো পরিশ্রম করতে। কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। কম সময়ে এখানে মানিয়ে নেওয়াটা কষ্টকর। আমি এখনই তাকে বাদ দিচ্ছি না, কিন্তু আর্জেন্টিনার কোচ হিসেবে মাঠের পরিস্থিতিও আমাকে আগে দেখতে হবে।’