আইপিএলে কে কোন দলে খেলবেন

Looks like you've blocked notifications!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠে গেছে। মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ঘরোয়া টি-টোয়োন্টির সবচেয়ে বড় আসরটি। এবারের আসরে কে কোন দলে খেলবেন এক নজরে তা দেখে নেওয়া যাক।  

মুম্বাই ইন্ডিয়ানস-

স্থানীয় খেলোয়াড় : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, সূর্যকুমার যাদব, রাহুল চাহার, প্রদীপ সাংওয়ান, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, নিধীশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দীনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।

বিদেশি খেলোয়াড় : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), বেন কাটিং (অস্ট্রেলিয়া), জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা), জেসন বেহরেনডোর্ফ (অস্ট্রেলিয়া), আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা)।

প্রধান কোচ : মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)।

সানরাইজার্স হায়দরাবাদ –

স্থানীয় খেলোয়াড় : শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দীপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, বাসিল থাম্পি, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।

বিদেশি খেলোয়াড় : কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যন্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কার্লোস ব্রাফেট (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নবী (আফগানিস্তান), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বিলি স্টেনলেক (অস্ট্রেলিয়া)।

প্রধান কোচ : টম মুডি (অস্ট্রেলিয়া)।

চেন্নাই সুপার কিংস -

স্থানীয় খেলোয়াড় : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, কেদার যাদব, কর্ণ শর্মা, শার্দুল ঠাকুর, আম্বাতি রাইডু, মুরালি বিজয়, হরভজন সিং, দীপক চাহার, আসিফ কে এম, নারায়ণ জগদেশন, কনিস্ক শেঠ, মনু সিং, ধ্রুব সোরে, ক্ষিতিজ শর্মা, চৈতন্য বিষ্ণয়।

বিদেশি খেলোয়াড় : ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), ফাফ দুপ্লেসি (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), স্যাম বিলিংস (ইংল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), লুনগি এনগিডি (দক্ষিণ আফ্রিকা)।

প্রধান কোচ : স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)।

রাজস্থান রয়্যালস-

স্থানীয় খেলোয়াড় : অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল ত্রিপাতি, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, অনুরীত সিং, বিক্রম বিরলা, এস মিধুন, শ্রেয়াশ গোপাল, প্রশান্ত চোপড়া, যতিন সাক্সেনা, অঙ্কিত শর্মা, মাহিপাল লমরোর।

বিদেশি খেলোয়াড় : বেন স্টোকস (ইংল্যান্ড), জোফরা আর্চার (ওয়েস্ট ইন্ডিজ), জস বাটলার (ইংল্যান্ড), ডার্সি শর্ট (অস্ট্রেলিয়া), বেন লাফলিন (অস্ট্রেলিয়া), দুশমান্থ চামিরা (শ্রীলঙ্কা), জহির খান পাকটিন (আফগানিস্তান)।

কোচ : পাড্ডি উপটন (ভারত)

কলকাতা নাইট রাইডার্স-

স্থানীয় খেলোয়াড় : দিনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, কুলদীপ যাদব, পীযুষ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকটি, শীভম মাভি, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, অপূর্ব ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।

বিদেশি খেলোয়াড় : সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), জ্যাভন সিয়ার্লেস (ওয়েস্ট ইন্ডিজ)।

প্রধান কোচ : জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)।

কিংস ইলেভেন পাঞ্জাব-

স্থানীয় খেলোয়াড় : রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, করুন নায়ার, অঙ্কিত সিং, মোহিত শর্মা, বারিন্দর স্রান, যুবরাজ সিং, আকাশদিদী নাথ, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, মনজুর দার, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডগর।

বিদেশি খেলোয়াড় : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব জাদরান (আফগানিস্তান), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), বেন ডোয়ারশিস (অস্ট্রেলিয়া)।

প্রধান কোচ : ব্রাড হগ (অস্ট্রেলিয়া)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

স্থানীয় খেলোয়াড় : বিরাট কোহলি (অধিনায়ক), সরফরাজ খান, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, নভদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, মুরগান অশ্বিন, পার্থিব প্যাটেল, মানদ্বীপ সিং, মনন ভোহরা, পবন নেগি, কুলওয়ান্ত খেজরোলিয়া, অনিকেত চৌধুরী, পাভন দেশপান্ডে, অনিরুদ্ধ অশোক জোসি।

বিদেশি খেলোয়াড় : এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), ক্রিস ওকস (ইংল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), নাথান কোল্টার-নাইল (দক্ষিণ আফ্রিকা), কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড)।

 প্রধান কোচ : ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।

দিল্লি ডেয়ারডেভিলস

স্থানীয় খেলোয়াড় : গৌতম গম্ভীর (অধিনায়ক), ঋষভ পান্থ, শ্রেয়াস আয়ার, অমিত মিশ্র, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, মোহাম্মদ শামি, নামান ওঝা, পৃথ্বী শ, গুরকিরাত সিং, আবেশ খান, অভিষেক শর্মা, জয়ন্ত যাদব, হার্সেল প্যাটেল, মনজোত কালরা, সায়ান ঘোষ।

বিদেশি খেলোয়াড় : ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), কলিন মুনরো (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ক্রিস্টিয়ান (অস্ট্রেলিয়া), জেসন রয় (ইংল্যান্ড), সন্দীপ লামিচান (নেপাল)।

প্রধান কোচ : রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)