লা লিগায় রিয়ালের ভবিষ্যৎ
লা লিগায় এবার রিয়াল মাদ্রিদের শুরুটা মন্দ হয়নি। কিন্তু মাঝের সময়ের দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগছিলেন ফর্মহীনতায়। তাঁর এই গোলখরায় পুরো দলকেও কঠিন সময়ের মুখোমুখি হতে হয়। এই লিগে মাত্র পাঁচটি ম্যাচ হারার খেসারত দিতে হচ্ছে তাদের। শিরোপা জয় থেকে ছিটকে যাচ্ছে দলটি।
লিগে এখন জিনেদিন জিদানের শিষ্যরা আছে চতুর্থ স্থানে। গতকাল রোববার রাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। রোনালদোদের সামনে সুবর্ণ সুযোগ ছিল পয়েন্ট টেবিলে ভ্যালেন্সিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসার। ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ছিল দুই। কিন্তু আতলেতিকোর সঙ্গে ১-১ সমতায় ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জিদানদের। গতকাল ম্যাচ ড্র হওয়ার ফলে অবশ্য সুবিধা পেয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১। লিগে আর্নেস্তো ভালভার্দের শিবির আছে বেশ সুবিধাজনক অবস্থানে।
লিগে এখনো বাকি সাত ম্যাচ। বার্সেলোনা বাদে শীর্ষ তিন ক্লাবের পয়েন্ট ব্যবধান নগণ্য। আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৬৮, ৬৫ ও ৬৪। পয়েন্ট টেবিলে কাছাকাছি থাকা এই তিন দলের জায়গা বদলে যেতে পারে যেকোনো ম্যাচেই। অন্যদিকে বার্সেলোনাকে টপকাতে হলে বাকি ম্যাচগুলোতে বার্সাকে হারতে হবে এবং অন্য দলগুলোকে প্রায় প্রতিটি ম্যাচে জিততে হবে।
গতবারের শিরোপাজয়ী মাদ্রিদ শিবিরকে নিয়ে বেশ আতঙ্কেই আছেন জিদান। লিগে তৃতীয় স্থানও ধরে রাখতে পারেনি ক্লাবটি। শেষবার তারা ২০০৩-০৪ মৌসুমে এই লিগ শেষ করে চতুর্থ স্থান নিয়ে। এবারও এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের আগুন ফর্মই আশঙ্কিত করে তুলেছে রিয়াল শিবিরকে।
লা লিগা চ্যাম্পিয়নশিপে ৩৩ বার শিরোপাজয়ীদের ভাগ্যে এবার কী লিখে রেখেছে, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে আরো কিছুদিন।