প্যাট কামিন্সের আইপিএল শেষ
মুম্বাই ইন্ডিয়ানসকে বেশ বিপদেই ফেলে দিয়েছেন পেসার প্যাট কামিন্স। গত বছর টানা ম্যাচ খেলে ক্রিকেটের ২২ গজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন কামিন্স। টানা ১৩টি টেস্ট খেলার ধকল বুঝি আর সামলাতে পারলেন না এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পিঠের ইনজুরি নিয়ে শেষ পর্যন্ত ছিটকে গেলেন আইপিএল থেকে।
অবশ্য বেশ কিছুদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন এই পেসার। অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি জানান, ‘কামিন্সের পিঠে কিছু ব্যথা আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের পর থেকেই তিনি পিঠের সমস্যা অনুভব করতে থাকেন। স্ক্যানের পর বিষয়টি আরো নজরে আসে। তাঁর এই ইনজুরি ধীরে ধীরে প্রকট আকার ধারণ করতে থাকে। যার ফলে তাঁকে আমরা আইপিএল থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’
এই ফিজিও আরো বলেন, ‘ওকে কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর আমারা বলতে পারব, সে মাঠে ফিরতে পারবে কি না।’
অস্ট্রেলিয়ার হয়ে গত গ্রীষ্ম মৌসুম থেকে দারুণ ফর্মে আছেন প্যাট কামিন্স। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স খারাপ থাকলেও কামিন্স নিজের ফর্ম হারাননি। বল হাতে ২২ উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার।
কামিন্সের এমন আগুন ফর্মের কারণেই আইপিএলের নিলামে গত জানুয়ারিতে ৫.৪ কোটি রুপিতে তাঁকে দলে টেনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে তাঁর ছিটকে পড়ায় দারুণ বিপদে পড়ে গেল দলটি।