স্কুল ক্রিকেটে ঢাকার শ্রেষ্ঠত্ব গ্লোরি স্কুলের
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুমে ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে কদমতলা আর বি স্কুল অ্যান্ড কলেজকে ২৮ রানে হারিয়েছে মিরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানটি।
প্রথমে ব্যাট করা গ্লোরি নির্ধারিত ৫০ ওভারে স্কোরকার্ডে পুঁজি সংগ্রহ গড়েছিল ১১৫ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রান তুলতেই গুটিয়ে যায় কদমতলা।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে টস জিতে ব্যাটিং নিয়ে নিজেরাও পুরো ৫০ ওভার খেলতে পারেনি গ্লোরির ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান বিল্লাল হোসেনের ২৬ আর অধিনায়ক আবু তাইয়ানের ২৫ রানে শতক পেরোনো সংগ্রহ পায় চ্যাম্পিয়ন দলটি। কদমতলা স্কুলের হয়ে রিমন মিয়া তুলে নেন চার উইকেট।
ছোট পুঁজি নিয়ে মাঠে নামলেও পেসার অর্ণব দেবনাথ মাত্র ১১ রান দিয়ে পাঁচ উইকেট নিলে প্রায় ২০ ওভার আগেই ম্যাচ জিতে নেয় গ্লোরি স্কুল। মিলন হোসেন কদমতলার হয়ে সর্বোচ্চ ১৫ রান সংগ্রহ করেন। ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয় অর্ণবের হাতেই।