টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের হায়দরাবাদ
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের অন্যতম আকর্ষণ দেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ম্যাচগুলো। আর খেলাটা যদি হয় সাকিব-মুস্তাফিজের মুখোমুখি লড়াই, তাহলে তো আগ্রহটা বেড়ে যায় আরো কয়েকগুণ। ঠিক যেমনটা হচ্ছে আজ। আইপিএলের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ ও মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিবের দল হায়দরাবাদ।
সাকিবের বর্তমান দল হায়দরাবাদের জার্সি গায়েই আইপিএলের সর্বশেষ দুটি মৌসুম খেলেছিলেন মুস্তাফিজ। ২০১৬ সালের আইপিএলে হায়দরাবাদের হয়েই পেয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আজ সাবেক দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামছেন মুস্তাফিজ। সেই কারণে তাঁর দিকে বিশেষ নজরই থাকবে সবার।
নিজেদের প্রথম ম্যাচ জিতে হায়দরাবাদ শুরু করেছে এবারের আইপিএল। সেই ম্যাচে ২৩ রান খরচায় দুই উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাকিব। অন্যদিকে মুস্তাফিজের দল মুম্বাই প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হেরে গেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে অনুজ্জ্বলই ছিলেন ফিজ।
এর আগেও সাকিব ও মুস্তাফিজ আইপিএলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন। তবে সেবার সাকিবের দল ছিল কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজ খেলেছিলেন হায়দরাবাদের জার্সিতে।