বুফনকে অবসর নিতে বলছেন কান
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই লেগ মিলিয়ে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতে গেছে ৪-৩ গোলের ব্যবধানে। জুভেন্টাসের তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে প্রথম লেগে হজম করতে হয়েছে তিনটি গোল। দ্বিতীয় লেগে দারুণভাবে ম্যাচ জিতে নিলেও রিয়ালের পক্ষে পেনাল্টি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন শেষ করে দেয় জুভদের।
জুভেন্টাসের তারকা গোলরক্ষক বুফন তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন, জুভেন্টাসের হয়ে অসংখ্য সিরি এ টাইটেল জয় করেছেন। তবে অধরা রয়ে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগ। এবার কোয়ার্টার ফাইনাল থেকে জুভেন্টাসের বিদায় সেই আশায় জল ঢেলে দিয়েছে। তাই ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো উচিত বলে মনে করেন জার্মানির সাবেক গোলরক্ষক অলিভার কান।
সাবেক জার্মান তারকা অলিভার বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুফন কখন তাঁর ক্যারিয়ারের ইতি টানার উপযুক্ত সময় খুঁজে পাবেন। তিনি বিশ্বকাপের বাছাই পর্ব ও ক্লাবের হয়ে অনেক গোল থামাতে ব্যর্থ হয়েছে। যা তাঁকে নতুন রেকর্ড করার ইঙ্গিতও দিচ্ছে না। এমনকি চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও শেষ।’
তিনি আরো বলেন, ‘সে যদি সঠিক সময়ে তাঁর অবসরের সিদ্ধান্ত না নেয়, তবে একসময় এ ব্যাপারটাই তাঁর কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।’
সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকা গোলরক্ষক নিজের উদাহরণ টেনে বলেন, তিনিও সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।