ইউরোপা লিগে আর্সেনালের মুখোমুখি আতলেতিকো

Looks like you've blocked notifications!

২০০০ সালের পর এই প্রথমবার ইউরোপা লিগে খেলতে নেমেছে আর্সেনাল। নেমেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে দলটি। শেষ চারের লড়াইয়ের লটারিতে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দারুণ ফর্মে থাকা আতলেতিকো মাদ্রিদকে।

টুর্নামেন্টের ড্র শেষে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে। গত বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে ২-২ গোলে ড্রর পর দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকেট পায় আর্সেনাল। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত করতে আর দুটি বাঁধা পার হতে হবে প্রিমিয়ার লিগের ছয় নম্বর এই দলটিকে।

আগামী ২৬ এপ্রিল প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে আতলেতিকোকে স্বাগত জানাবে আর্সেনাল। ৩ মে দ্বিতীয় লেগে ওয়ান্দা মেত্রোপলিতানোতে নামবে আর্সেন ওয়েঙ্গারের দল।

অপর সেমিফাইনালে মার্সেই মুখোমুখি হবে রেড বুল সলজবার্গের। ২৬ এপ্রিল প্রথম লেগে মার্সেইর মাঠে খেলবে অস্ট্রিয়ান ক্লাব। ফিরতি লেগে ৩ মে তারা ফরাসি ক্লাবকে স্বাগত জানাবে নিজেদের মাঠে।