প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানসিটি
চলতি সপ্তাহটা বেশ খারাপই কেটেছে ম্যানচেস্টার সিটির। একটানা হারতে হয়েছে তিনটি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে দুই লেগেই হেরে বিদায় নিতে হয়েছে পেপ গার্দিওলার দলকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা হেরে গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তবে সেই ব্যর্থতা কাটিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে ম্যানসিটি। টটেনহামকে ৩-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে শিরোপার দ্বারপ্রান্তে।
৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও অনেক। ৩২ ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ। ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে লিভারপুল। আর ম্যানসিটির বিপক্ষে হেরে চতুর্থ স্থানে নেমে গেছে টটেনহাম।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা যায় ম্যানসিটিকে। ২২ মিনিটের মাথায় তারা পায় প্রথম গোলের দেখা। টটেনহামের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইকে গুনডোগান। প্রথমার্ধেই অবশ্য একটি গোল শোধ করে দেন টটেনহামের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান এরিকসন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় ম্যানসিটির পক্ষে তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং। এটিই ছিল ম্যাচের শেষ গোল। ফলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।