কমনওয়েলথ গেমসের মঞ্চ মাতালেন ডিজে বোল্ট!

Looks like you've blocked notifications!

অ্যাথলেটিকস ট্র্যাককে বিদায় বলেছেন গত বছর আগস্টে। লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার রিলেতে শেষবার ট্র্যাকে নেমেছিলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একসময়ের রাজা এখনো বিন্দাস মেজাজেই আছেন। বলা হচ্ছে উসাইন বোল্টের কথা। খেলা ছেড়েছেন ঠিক, খেলার প্রতি যে তাঁর ভালোবাসা, একটুও কমেনি; তা আরো একবার বোঝা গেছে। 

বোল্ট তাই চলে গেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে। সবাইকে চমকে দিয়ে জ্যামাইকান ক্রীড়াবিদ অনুষ্ঠানের মূল মঞ্চে উঠে গেছেন। বিশ্বের একসময়ের দ্রুততম মানব কিছুটা সময়ের জন্য হয়ে গেলেন জকি। 

গতকাল বোববার ছিল গেমসের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ডিজে বোল্ট পদকজয়ী অ্যাথলেটদের কিছুক্ষণের জন্য হলেও মাতিয়ে তোলেন। 

 সদ্য সমাপ্ত এই গেমসে জ্যামাইকার পারফরম্যান্সে খুব একটা ভালো নয়। তাতে খুবই হতাশ বোল্ট টুইট করেন, ‘আমি কি একটু আগেই অবসর নিয়ে ফেললাম?’  

আটবারের অলিম্পিক ও ১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বোল্টের বিদায়টাও খুব একটা ভালো হয়নি। শেষবার ট্র্যাকে নেমে দৌড় শেষ করতে পারেননি। ট্র্যাক ছাড়েন খুঁড়িয়ে। ক্যারিয়ারের শেষ দৌড়টা ব্যথাতুর যবনিকা হলেও তাঁর সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ।