Beta

ফুরিয়ে যাননি ধোনি

১৬ এপ্রিল ২০১৮, ১৬:১৫

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের দিনে সবাইকে থাকতে হয় বাতিলের তালিকায়। ঠিক গতকাল রোববার তেমনটাই শুরু করেছিলেন এই ক্যারিবীয় তারকা। চার-ছক্কার ফুলঝুরিতে যেভাবে শুরু করেছিলেন, বাকি সবাইকে ম্লান করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ৩৩ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তাঁর সে ইনিংসও ম্লান হয়ে গেছে, এক প্রকার ‘বাতিল’ মহেন্দ্র সিং ধোনির কাছে। ব্যাটিং তাণ্ডবে যিনি মুছে দিলেন ক্রিস গেইলের সেই কৃতিত্ব। 

আইপিএলে গতকাল ক্রিস গেইলের বদৌলতে ১৯৭ রানের বেশ ভালো সংগ্রহ গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব স্বস্তির নিশ্বাস ফেলেছিল। কিন্তু তাদের কপালে চিন্তার ছাপ ফেলে দেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামা ধোনি। ধোনির ব্যাটিং ঝড়েই প্রায় হারতে বসেছিল পাঞ্জাব। তবে ৪ রানে জিতে কোনোরকমে ম্যাচ বাঁচায় তারা। ৪৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতীয় সাবেক অধিনায়ক। ছয়টি চার ও পাঁচ ছক্কার এমন দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন তিনি।

৩৬ বছর বয়সী ধোনি যে ফুরিয়ে যাননি, সেটা প্রমাণ দিয়েছেন এই ইনিংসের মাধ্যমেই। ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক টেস্ট থেকে বিদায় নিয়েছেন আগেই। ওয়ানডে দলে কালেভদ্রে তাঁর ব্যাট হেসে ওঠায় শঙ্কিত করেছে দলে তাঁর জায়গাকে। অস্তিত্ব সংকটে পড়ে যাবেন কি না এই সাবেক সফল তারকা—এমন অনিশ্চয়তাও দেখা দিয়েছে। তা ছাড়া ভারতের বর্তমান দলে আছেন শক্তিশালী ব্যাটসম্যানরা। যেখানে ফর্মহীনতা যে কাউকে দল থেকে ছিটকে দিতে পারে।

তবে ধোনি প্রমাণ করে দিয়েছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। ৩৬ বছর বয়সেও দলকে দেওয়ার মতো এখনো যে অনেক কিছুই বাকি, গতকাল ম্যাচে এমন ইঙ্গিতই কি দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান? 

Advertisement