দ্রুত মাঠে ফিরতে চান তাসকিন
বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদের বেশ খারাপ সময় যাচ্ছিল। বাজে ফর্মের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সূচিতে বেশিরভাগ সময় ছিলেন দলের বাইরে। ঘরোয়া লিগেও তেমন দ্যুতি ছড়াতে পারেননি। এরই মধ্যে পড়লেন ইনজুরিতে। যার কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে না এই পেসারের। বর্তমানে আছেন পুনর্বাসনে।
এবার দ্রুত মাঠে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তাসকিন। রাজধানীর একটি হোটেলে মোবাইল কোম্পানি অপোর ‘এফ সেভেন’ নামের একটি সেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাসকিন এসব কথা বলেন। তাসকিন অপো ফোন কোম্পানি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘আপনাদের কাছে দোয়া চাই। দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের পক্ষে খেলতে পারি।’ তিনি আরো বলেন, আমার খেলা চলছিল। আনফরচুনেটলি আমি ইনজুরড হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারি।’
বর্তমানে সুস্থতার জন্য পুনর্বাসনে রয়েছেন তাসকিন। পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে ক্রিকেট বোর্ড থেকে এ পুনর্বাসন দেওয়া হয়। বেশ কিছু সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারের।
এদিকে নাসির হোসেনকে ছয় মাসের লম্বা ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হবে। এ ছাড়া মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও ইনজুরিতে ভুগছেন।