বিশ্ব একাদশের বিপক্ষে ক্যারিবীয় দলে রাসেল

চলতি বছরের জানুয়ারিতেই ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন আন্দ্রে রাসেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে ফিরেছেন তাঁর চার মাস পরেই। এবার এই ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার ডাক পেয়ে গেলেন জাতীয় দলেও। বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল খেলতে যাচ্ছে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ, সে স্কোয়াডে নেওয়া হয়েছে রাসেলকেও।
আগামী ৩১ মে লর্ডসের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচকে সামনে রেখে অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন ক্রিস গেইলও।
আইপিএল খেলতে এই মূহুর্তে ভারতে রয়েছেন স্কোয়াডে থাকা দলপতি ব্র্যাথওয়েট, গেইল, রাসেল ও এভিন লুইস। মাত্র ৩৬ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস দিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শুরু করা রাসেল জাতীয় দলের বাইরে আছেন প্রায় নয় মাস। শেষ ২০১৬ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
দিগন্তবিস্তৃত ক্যারিবিয়ান সাগরের সাথে একদম লাগোয়াই বলা চলে ক্যারিবীয় দ্বীপগুলো। তাই প্রতি বছর সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হওয়াটা এই দ্বীপপুঞ্জের মানুষের জন্য নতুন কিছু নয়। এবারো সেরকম দুই সামুদ্রিক ঝড় মারিয়া ও ইর্মার পালায় পড়ে দেশের পাঁচটি স্টেডিয়াম হয়েছে ক্ষতিগ্রস্থ।
দ্বীপদেশটির এই মাঠগুলোর সংস্কারেই আয়োজিত হতে যাচ্ছে ‘হ্যারিকেন রিলিফ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে একটি প্রীতি ম্যাচ। বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠের লড়াই শেষে যে অর্থ আসবে তাঁর পুরোটাই খরচ করা হবে পাঁচ স্টেডিয়ামের মেরামতের কাজে। মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব(এমসিসি), ইংলিশ ক্রিকেট বোর্ড(ইসিবি) ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সহায়তায় মাঠে গড়াচ্ছে এ ম্যাচ।
বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল :
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।