সত্যিই অনন্য উসাইন বোল্ট

Looks like you've blocked notifications!
হেরে গেলেও উসাইন বোল্টকে অভিনন্দন জানাতে ভুল হয়নি জাস্টিন গ্যাটলিনের (ডানে)। ছবি : রয়টার্স

চোটের কারণে এ বছরটা তেমন ভালো কাটছিল না। তাঁর দিন ফুরিয়ে আসছে এমন চাপা ফিসফাসও শোনা যাচ্ছিল অ্যাথলেটিকস দুনিয়ায়। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বিশ্ব অ্যাথলেটিকসের ১০০ মিটার জিতে দ্রুততম মানবের মর্যাদা ধরে রেখেছেন উসাইন বোল্ট। সেই কীর্তি গড়ার পাঁচ দিন পর আবার ‘বজ্র বোল্টে’র বিদ্যুচ্চমক। ২০০ মিটারেও সবাইকে পেছনে ফেলে নিজেকে আরো উঁচুতে নিয়ে গেছেন জ্যামাইকার গতি-দানব। এবারও তাঁর কাছে পরাস্ত হয়েছেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন।

বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে বোল্ট ফিনিশিং টেপ ছুঁয়েছেন ১৯.৫৫ সেকেন্ডে। দ্বিতীয় গ্যাটলিনের টাইমিং ছিল ১৯.৭৪ সেকেন্ড। ১৯.৮৭ সেকেন্ডে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আনাস্কো জোবোডওয়ানা। বরাবরের মতো বৃহস্পতিবারও বোল্টের শুরুটা তেমন ভালো হয়নি। বাঁক ঘোরার সময় তো বেশ পিছিয়েই পড়েছিলেন গ্যাটলিনের চেয়ে। কিন্তু শেষ দিকে গতি বাড়িয়ে বিশ্ব অ্যাথলেটিকসের ২০০ মিটারে টানা চতুর্থ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছেন বোল্ট।

কীর্তিটা গড়ার পর নিজেই নিজেকে বাহ্বাও দিয়েছেন, ‘ওয়েল ডান উসাইন! আমি দারুণ খুশি। আমি কিন্তু আগেই বলেছিলাম এটা করে দেখাব। তবে সময় নিয়ে মাথা ঘামাইনি। জানতাম যে আমি বিশ্ব রেকর্ড গড়ার মতো অবস্থায় নেই।’

নিজেরই গড়া বিশ্ব রেকর্ডের (১৯.১৯ সেকেন্ড) কাছাকাছি যেতে না পারলেও উচ্ছ্বাসের কমতি নেই বোল্টের মনে, ‘২০০ মিটারের লড়াইয়ে আমি একেবারে ভিন্ন মানুষ। বিশ্ব অ্যাথলেটিকসের ২০০ মিটারে এটা আমার চতুর্থ স্বর্ণপদক। এটা বিশাল ব্যাপার, দারুণ অর্জন।’

ডোপপাপে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১০ সালে ট্র্যাকে ফিরেছিলেন যুক্তরাষ্ট্রের গ্যাটলিন। তারপর থেকেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। বেইজিংয়ে পা রাখার আগে টানা দুই বছর তো ১০০ আর ২০০ মিটারে অপরাজিত ছিলেন। এই সময়ে অবশ্য বোল্টের মুখোমুখি হননি বিশ্বের সাবেক দ্রুততম মানব। এবার দুটো ইভেন্টেই জ্যামাইকান তারকার কাছে হেরে যাওয়ায় ৩৩ বছর বয়সী গ্যাটলিন হতাশ। তবে হাল ছেড়ে না দিয়ে রিও অলিম্পিকে ভালো করার প্রত্যয় তাঁর কণ্ঠে, ‘আজকের লড়াইয়ে আমিই ছিলাম সবচেয়ে বয়স্ক। তবে আমি ভালোই দৌড়েছি। তার (বোল্টের) বিপক্ষে লড়াইয়ের অনুভূতি ভালোই। আমি এখন থেকেই আগামী বছরের অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দেব। চেষ্টা করব আরো ভালো করার।’