এফএ কাপের ফাইনালে চেলসি

Looks like you've blocked notifications!

যদিও ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও এফএ কাপের ফাইনালে উঠে চেলসির বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, কতটা উৎফুল্ল তারা। গতকাল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠল অ্যান্তোনিও কন্তের দল। ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতে শিরোপা জেতার স্বপ্ন জোরদার করেছে চেলসি।

আগামী ১৯ মে এই ভেন্যুতেই অষ্টম শিরোপার লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ব্লুরা। 

দলের অন্যতম তারকা আলভেরো মোরাতাকে বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন কন্তে। একাদশে যোগ করেছিলেন অলিভিয়ের জিরুকে। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করে চেলসিকে এগিয়ে দেন তিনি।

সাউদাম্পটনকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শেন লং। গোলমুখের সামনে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন এই স্ট্রাইকার।

অবশ্য ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে জিরুকে উঠিয়ে মোরাতাকে মাঠে নামান কন্তে। মাঠে নামার মাত্র ৮৮ সেকেন্ডেই নিজের গুরুত্ব বুঝিয়ে দেন স্প্যানিশ তারকা। দলকে দ্বিতীয় গোলের আনন্দে ভাসিয়ে জয় নিশ্চিত করেন।

গতবার ফাইনালে আর্সেনালের কাছে হার মেনে এফএ কাপের শিরোপার স্বাদ জলাঞ্জলি দিতে হয় চেলসিকে। এবার সামনে শক্তিশালী ম্যানইউ। তবে হোসে মরিনিহোর দলকে হারাতে পূর্ণ শক্তির চেলসিকেই মাঠে লড়াই করতে দেখা যাবে।