সাফল্যের স্বীকৃতি পেলেন সালাহ
এফসি রোমার মোহামেদ সালাহ ও লিভারপুলের সালাহর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। ইতালিয়ান ক্লাবটি ছেড়ে লিভারপুলে যোগ দেওয়ার পর মিসরের এই ফুটবলারের গায়ে লেগেছে ‘তারকা’র তকমা। একের পর এক সাফল্য তালুবন্দি হচ্ছে তাঁর হাতে। লিভারপুল তো বটেই, মিসরও বিশ্বকাপের টিকেট পেয়েছে এই তরুণের বদৌলতে। এমন সাফল্যের দ্রুত স্বীকৃতিও পাচ্ছেন তিনি। পরপর দুই মাসে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই তারকা। এবার প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই ফরোয়ার্ড।
গত জুনে ৩৬ দশমিক ৯ মিলিয়ন ইউরোর ক্লাব রেকর্ডে ইতালি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান সালাহ। তাঁকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাব যে কোনো ভুল করেনি, তার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। প্রথম মৌসুমেই দলের হয়ে ৪০টি গোল করেছেন। ক্লপের দলকে চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরের সেমিফাইনালের টিকেট পাইয়ে দিয়েছেন। লিভারপুলের জয় মানেই প্রত্যক্ষ-পরোক্ষভাবে সেখানে থাকবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের অবদান।
এবার পিএফএ তাঁর অবদানের জন্য সম্মানিত করল। বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতে নিতে সালাহকে ম্যানচেস্টার সিটির ত্রিশক্তি কেভিন ডি ব্রুনি, লিরয় সানে ও ডেভিড সিলভার বিপরীতে লড়াই করতে হয়েছে। অবশ্য সালাহকে চূড়ান্ত লড়াই করতে হয় ব্রুনির সঙ্গে। ব্রুনিকে হারিয়ে রিয়াদ মেহরাজের পর দ্বিতীয় আফ্রিকান হিসেবে লিভারপুল তারকা এই পুরস্কার জিতলেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিসরের তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা অবশ্যই সম্মানের, কারণ এই পুরস্কারের জন্য খেলোয়াড় মনোনীত করা হয় অন্যান্য খেলোয়াড়ের ভোটে। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। এ ছাড়া দলের অন্য সদস্যদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে পুরস্কার পাওয়ার উপযুক্ত হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছে।’
পেপ গার্দিওলার শিষ্য ২২ বছর বয়সী লিরয় সানে সেরা তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এ ছাড়া ইংলিশ ফরোয়ার্ড ফ্রান কিরবি সেরা বর্ষসেরা প্রমীলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে চেলসির হয়ে খেলছেন।