ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে গম্ভীরের পদত্যাগ
ভারতের বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান গৌতম গাম্ভীর বেশ কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন। দলকে শিরোপার স্বাদও পাইয়ে দিয়েছিলেন। তবে এ বছর দল পরিবর্তন করে যোগ দেন দিল্লি ডেয়ারডেভিলসে। দিল্লিও কলকাতার সাবেক অধিনায়ককে সম্মান দিয়ে দলনেতার পদের আসনে বসিয়েছিল। তবে দলের ব্যর্থতায় এবার অধিনায়কের পদ ছেড়ে দিলেন এই ৩৬ বছর বয়সী তারকা। গম্ভীরের স্থলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৩ বছর বয়সী স্রেয়াশ আয়ার।
এবার আইপিএলে দিল্লি ম্যাচ খেলেছে ছয়টি। মাত্র এক ম্যাচে জয় পেয়েছে। দলের রানরেটের অবস্থাও শোচনীয়। দলের এমন পরিস্থিতিতে ব্যর্থতার পুরো দায়ভার কাঁধে নিয়ে নেতৃত্ব থেকে সরে গেলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘পয়েন্ট টেবিলে দলের যে অবস্থা তার পুরো দায়ভার আমি নিলাম। আমার মনে হয়, আমি আমার পুরো দায়িত্ব পালন করতে পারিনি। দলনেতা হিসেবে দলের পুরোপুরি দায়িত্ব আমাকেই পালন করতে হতো। আমার মনে হয় এটাই উপযুক্ত সময় (নেতৃত্ব থেকে সরে যাওয়ার), কারণ আমাদের সামনে এখনো সুযোগ আছে। এটা অবশ্যই আমার সিদ্ধান্ত। ফ্র্যাঞ্জাইজি দল থেকে আমাকে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি।’
দিল্লির কোচ রিকি পন্টিং গম্ভীরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গম্ভীরের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা তাঁর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আয়ারের অধিনায়কত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে।’