ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ লিটনের
আব্দুল মজিদের দ্বিশতকের জবাবে প্রথম দিনেই অপরাজিত শতক হাঁকিয়েছিলেন লিটন দাস। আজ মঙ্গলবার দুইশো ছুঁয়ে ছুটছিলেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি তুলে নেওয়ার কাছাকাছি গিয়েও ছিলেন। শেষমেশ হয়নি। ২৬ রানের আক্ষেপ নিয়ে ২৭৪ রানে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনও দেখা পেয়েছেন শতকের।
রাজশাহীতে লিটনের আক্ষেপের দিনটায় ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল অবশ্য দেখা পেয়েছে রানের পাহাড়ের। লিটন-আফিফের ব্যাটে ভর করে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিনশেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ৫৯২ রান। চার উইকেট হাতে নিয়ে লিটনরা এগিয়ে ৪৬ রানে।
লিটন দ্বিশতক এর আগেও আরও একবার পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। সেবার অবশ্য ২১৯ করেই ফিরে গিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার সেটা পার করে ছুঁয়েছিলেন আড়াইশোর ঘর। বাংলাদেশি প্রথম শ্রেণির ক্রিকেটে রকিবুল হাসানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাঁটছিলেন তিনশো রানের পথে। সঙ্গী অবশ্য পাননি রকিবুল।
ইলিয়াস সানির বলে লেগ বিফোর হয়ে লিটন ফিরে যাওয়ায় ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর ক্লাবটাতে আবারও একাই রয়ে গেলেন তিনি। ৪৯৬ মিনিট মাঠে থেকে ২৯৩ বল খেলে লিটন হাঁকিয়েছেন ৩৫ চার আর দুই ছক্কা। নিজের প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ শতক হাঁকিয়ে ২২৭ বলে ১৫ চার আর পাঁচ ছয়ে আফিফ ফিরে গেছেন ১৪২ রানে।