শীর্ষে থাকা চেন্নাইয়ের মুখোমুখি তলানির মুস্তাফিজরা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে জয় যেন সোনার হরিণ হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের। ব্যর্থতার বৃত্তে বন্দি মুস্তাফিজুর রহমানদের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে। অন্যদিকে আজ শনিবার পুনের মাঠে তাদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস। রাত সাড়ে ৮টায় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশন স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে মুম্বাই।
সব মিলিয়ে আইপিএলে মুম্বাই মাঠে নেমেছে ছয় ম্যাচে। তাঁর পাঁচটিতেই হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের, জয় এসেছে মাত্র একটি ম্যাচে। দুই পয়েন্ট নিয়ে তাই আট দলের মধ্যে অষ্টম মুস্তাফিজের আইপিএল দল।
অন্যদিকে চেন্নাইয়ের চিত্রটা একদমই উল্টো। ছয় ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে হার মাত্র একটিতে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহেন্দ্র সিং ধোনির দল।
চলতি আসরে মুম্বাইয়ের হয়ে মুস্তাফিজসহ অন্যান্য বোলাররা দারুণ নৈপুণ্য দেখালেও ব্যাটসম্যানরা যেন একটু পিছিয়েই। বেশ কটি ম্যাচ মুম্বাই হেরেছে শেষ ওভারে এসে। ২০১৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে এই চেন্নাইয়ের বিপক্ষেই শেষ ওভারে ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে মুম্বাই।
দল অনুজ্জ্বল হলেও বল হাতে কিন্তু দারুণ সফল মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বল করেছেন ২৩.৫ ওভার। ২৮.০০ গড়ে তুলে নিয়েছেন সাত উইকেট। তবে ওভার প্রতি রানটা একটু বেশিই দিয়েছেন কাটার মাস্টার, ৮.৩৪।