ওয়েস্ট হ্যামকে হারিয়ে ম্যানসিটির গোলের সেঞ্চুরি
প্রিমিয়ার লিগ আগেই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তুলে অনেকটাই নির্ভার পেপ গার্দিওলারা। তাই নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট হ্যামকে ১-৪ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ ইতিহাসের একমাত্র দল হিসেবে দুবার লিগে গোলের সেঞ্চুরি করল ম্যানচেস্টার সিটি।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে সিটি। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে। ম্যাচের শুরুতেই গোলের দেখা পান লিরয়ে সানে। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লিগে নিজের দশম গোলটি করেন এই জার্মান মিডফিল্ডার।
২৯ মিনিটে আত্মঘাতী গোলের বদৌলতে সিটির ব্যবধান দাঁড়ায় ২-০ তে। সিটির সাবেক ফুটবলার জাবালেতার আত্মঘাতী গোলেই লিড পায় দলটি। প্রথমার্ধের শেষ সময় ওয়েস্ট হ্যামের ক্রিসওয়েল ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করে ওয়েস্ট হ্যামের পক্ষে এক গোল পরিশোধ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে সিটিকে গোলের দেখা পাইয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। রহিম স্টার্লিংয়ের পাস থেকে অসাধারণ গোল করেন তিনি। ৬৪ মিনিটে আবারও রহিম স্টার্লিংয়ের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দিনহো। ম্যাচের শেষের দিকে আরো সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি সিটি। এই জয়ের ফলে ৩৫ ম্যাচে সিটির সংগ্রহ ৯৩ পয়েন্ট। সিটিকে এবার হাতছানি দিচ্ছে প্রথম দল হিসেবে লিগে একশ পয়েন্ট অর্জনের। সে লক্ষ্যেই এগোচ্ছে দলটি।
পাঁচ ম্যাচ আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করে এবার নতুন রেকর্ড গড়ার মিশনে নেমেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ১০৩ গোল করার রেকর্ড গড়েছিল চেলসি গত মৌসুমে। এবার সেই রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়ার পথে পেপের শিষ্যরা। লিগে ম্যানসিটির গোলসংখ্যা এখন ১০২টি। আর মাত্র দুই গোলের অপেক্ষা। এরপরই চেলসির রেকর্ডটি নিজেদের দখলে নেবে সিটিজেনরা।