মেসির ঝুলিতে আরেকটি রেকর্ড
লিওলেন মেসি মানে ফুটবল ম্যাজিক। যাঁর পায়ের জাদুতে সৃষ্টি হয় নতুন সব রেকর্ড। গতকাল রোববার লা করুনার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে দলকে ২৫তম লা লিগা শিরোপা এনে দেন তিনি। শুধু কি তাই? নতুন আরেক রেকর্ড নিলেন নিজের দখলে। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোলের দেখা পেলেন বার্সেলোনার এই তারকা।
লা করুনার মাঠে ম্যাচের ৩৮ মিনিটে লুইস সুয়ারেজের মাথার ওপর দিয়ে বাড়ানো ক্রসে অসাধারণ এক গোল করেন মেসি। এই গোলের বদৌলতে সাতটি ভিন্ন মৌসুমে ৩০-এর বেশি গোল করার কৃতিত্ব দেখান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
গতকাল ম্যাচে আরো দুই গোল করে লিগের ইতিহাসে ৩১তম হ্যাটট্রিক এবং বার্সেলোনার জার্সি গায়ে সব রকম প্রতিযোগিতায় ৪১তম হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েন এই ৩১ বছর বয়সী তারকা। নিজের জাতীয় দল আর্জেন্টিনার হয়েও পাঁচটি হ্যাটট্রিকের মালিক মেসি। চলতি মৌসুমে লিগে ৩২ গোল করে গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন।
২০০৯-১০ মৌসুমে লা লিগায় সর্বপ্রথম ৩০ গোল করেন মেসি। এরপর টানা তিন মৌসুম এই ধারাবাহিকতা বজায় রাখেন এই আর্জেন্টাইন। ২০১১-১২ মৌসুমে লিগে তাঁর গোলসংখ্যা ৫০। ২০১২-১৩ মৌসুমে করেন ৪৬টি। শুধু ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের দেখা পাননি এই তারকা। ২০১৪-১৫ মৌসুমে ৪৩ গোলের দেখা পেয়েছিলেন তিনি। গত মৌসুমে লিগে ৩২ ম্যাচে ৩৭ গোল করেন মেসি।