বাজে রেফারিং নিয়ে চটেছেন রোমা প্রেসিডেন্ট
গতকাল চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ৪-২ গোলের ব্যবধানে দাপটের সঙ্গে জিতে নিয়েছে ইতালিয়ান ক্লাব এসএ রোমা। তাতে অবশ্য কোনো লাভই হয়নি। প্রথম লেগের ৫-২ গোলের দারুণ সাফল্যকে পুঁজি করে ফাইনালে পৌঁছে গেছে লিভারপুল। লিগ থেকে ছিটকে আক্ষেপে পুড়ছে রোমা। অবশ্য আক্ষেপ এখন পরিণত হয়েছে ক্ষোভে। রোমার বিপক্ষে রেফারির দুটি ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য, এমনটাই মনে করেন রোমার কর্তাব্যক্তিরা।
ম্যাচের ৪৯ মিনিটে প্রথম ঘটনার জন্ম হয়। এডেন জেকোকে ডি-বক্সের মধ্যে ফেলে দেন লিভারপুল গোলরক্ষক কারিয়াস। যেটা পেনাল্টি হওয়ার জোর সম্ভাবনা ছিল। কিন্তু লাইন্সম্যান অফসাইডের সিদ্ধান্ত নিলে বেঁচে যায় লিভারপুল।
ম্যাচের ৬৩ মিনিটে এরচেয়েও মারাত্মক ঘটনা ঘটে। এল শারাউইয় বল নিয়ে গোলমুখে শট নিলে হাত দিয়ে ঠেকিয়ে দেন আলেক্সান্ডার-আরনল্ড। ফুটবলে এমন কর্মকান্ডের জন্য আরনল্ডকে লাল কার্ডও দেখতে হতো। কিন্তু এমন বাজে ঘটনাও রেফারি এড়িয়ে যান।
দ্বিতীয় ঘটনা ক্ষেপিয়ে তুলেছে রোমার প্রেসিডেন্ট জেমস পালোত্তাকে। তিনি বলেন, ‘এটা পরিষ্কারভাবে লাল কার্ড পাওয়ার মতো কাজ ছিল। আপনারা চাইলে ভিডিওটি আবারও দেখে নিতে পারেন। আমি জানি রেফারিং কঠিন কাজ। কিন্তু এমন লজ্জাজনক ভুল মেনে নেওয়া যায় না। রেফারি সঠিক সিদ্ধান্ত দিলে, ৬৩ মিনিট পরে লিভারপুল ১০ জন নিয়ে খেলত। ফলে ফলাফল অন্যরকম হতে পারত।’