ছেলেকে নিয়ে ওমরাহ পালন করলেন মুশফিক
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও নির্ভরশীল ব্যাটসম্যান মুশফিকুর রহিম বাবা হয়েছেন গত ফেব্রুয়ারিতে। প্রথম সন্তানের বাবা হয়ে যারপরনাই আনন্দিত এই তারকা। কিন্তু জন্মের সময় সন্তানের পাশে থাকতে পারেননি তিনি। এবার সন্তানকে নিয়ে ওমরাহ হজ পালন করতে মক্কায় উড়াল দিয়েছেন মিস্টার ডিপেনডেবল।
মুশফিকের বাবা হওয়ার খবর আগেই মিডিয়ায় চাউর হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরেই স্ত্রী কিফায়াত জান্নাত মন্ডিকে নিয়ে থাইল্যান্ডে ডাক্তার দেখাতে উড়াল দেওয়ার পরই মিডিয়ার সামনে প্রকাশ পায়, খুব শিগগির বাবা হতে যাচ্ছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ব্যস্ত শিডিউলের কারণে পুত্রসন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি মুশফিক।
বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক ফেসবুক পেজে নিজেই ছবি পোস্ট করেছেন। হজ করার আনুষ্ঠানিক পোশাকে মক্কা শরিফের সামনে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি।
বাংলাদেশের সামনে এখন আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ঘরোয়া লিগও শেষ হয়েছে মাত্র। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হতেও বেশ কয়েক দিন বাকি। ব্যস্ততা থেকে সাময়িক ছুটির এ মুহূর্তে ছেলে মায়ান তিন মাস পূর্ণ হওয়ার আগেই বাবার কোলে চড়ে ঘুরে এলো পবিত্র নগরী।