শীর্ষে থাকা সাকিবরা নামছে দিল্লির বিপক্ষে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ বড় একটা বিরতিই পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রায় ছয়দিন পর আইপিএলের লড়াইয়ে আজ শনিবার রাতে ঘরের মাঠে নামছে সাকিব আল হাসানের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির প্রতিপক্ষ তালিকার সাতে থাকা দিল্লি ডেয়ারডেভিলস।
গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স পরাজিত করেছিল চেন্নাই সুপার কিংসকে। আর তাতে দিনেশ কার্তিকের দলের চেয়েও লাভটা বেশি হয়েছিল হায়দরাবাদের। চেন্নাইয়ের সমান ১২ পয়েন্ট পেয়েও ম্যাচ কম খেলায় আইপিএলের পয়েন্ট টেবিলের শীষস্থান দখল করে নেয় সাকিবের দল। আজকের ম্যাচেও যে হায়দরাবাদের লক্ষ্য থাকছে জয় ছিনিয়ে নিয়ে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করা, সেটা নিশ্চিত।
মাঝে বড় বিরতি পেয়ে সাকিব ঘুরে গেছেন বাংলাদেশও। একমাত্র ভাগনির জন্মের সময় পাশে ছিলেন না। তাই বোনের মেয়ের মুখ দেখেই আবার ফিরে যোগ দিয়েছেন হায়দরাবাদের সঙ্গে। আজ রাতের লড়াইয়ে তাঁর মাঠে নামার সম্ভাবনাই বেশি। ক্রিকইনফো কিংবা ক্রিকবাজ দুই জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে সম্ভাব্য একাদশে রেখেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
ঘরের মাঠে হায়দরাবাদ যখন ভীষণ নির্ভার হয়ে নামছে মাঠে সেখানে দিল্লির অবস্থাটা পুরোপুরিই উল্টো। হুট করেই অধিনায়ক গৌতম গম্ভীরের পদত্যাগ ও দলের বেহাল দশায় আশাই ছেড়ে দিয়েছিল হয়তো বা দলটির ভক্তরা। কিন্তু তরুণ শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব আর দুর্দান্ত ব্যাটিং শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। প্লে-অফের টিকিট পেতে হলে তাদের থাকতে হবে জয়ের ধারায়ই।
আইপিএলে অবশ্য আজকে ম্যাচ মাঠে গড়াবে দুটি। প্রথমটিতে পুনের মাঠে বিকেল সাড়ে ৪টায় লড়বে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ৮টায় সাকিবরা নামছে দিল্লির বিপক্ষে।