ভক্তদের অকুণ্ঠ সমর্থনে অভিভূত ওয়ার্নার
বল টেম্পারিং কাণ্ডে স্টিভেন স্মিথের ঠিক পরের দিন মুখ খুলেছিলেন ডেভিড ওয়ার্নার। অসি অধিনায়কের মতো তাঁর ডেপুটিও কান্নায় ভিজে চেয়েছিলেন ক্ষমা। এবার যখন পালা এলো কৃতজ্ঞতা প্রকাশের, এবারও সতীর্থের পদাঙ্ক অনুসরণ করে স্মিথের উচ্ছ্বাস প্রকাশের পরের দিন ওয়ার্নার বাজে সময়ে দারুণ সমর্থন জানানোয় কৃতজ্ঞতায় ভাসালেন ভক্তদের।
সদ্যই অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব হাতে পেয়েই সাবেক এই সহকারী কোচ বলেছেন, তিনি সুযোগ করে দেবেন সাজা পাওয়া তিন ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন ব্যানক্রফটকে।
অস্ট্রেলিয়া জাতীয় দলের দরজা আবার যখন খুলে গেল ওয়ার্নারের জন্য, স্বভাবতই উচ্ছ্বসিত এই বাঁহাতি ব্যাটসম্যান। এনটি নিউজের মুখোমুখি হয়ে সেই উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে উদ্বোধনী এই ব্যাটসম্যান ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও, ‘তাদের সমর্থন আমাকে অভিভূত করেছে। এই কঠিন সময়ে মানুষের সমর্থন পেয়ে আমি শিখেছি।’
গত মার্চে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার পদত্যাগ করেছিলেন অসি দলের নেতৃত্ব থেকে। অধিনায়ক আর সহ-অধিনায়কের এক বছরের সাজার সঙ্গে ঘটনার মূল নায়ক ক্যামরন ব্যানক্রফট পেয়েছিলেন নয় মাসের সাজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট সিরিজ শেষে পদত্যাগ করেছিলেন দলের কোচ ড্যারেন লেম্যানও।