আজ কি খেলবেন মুস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের অবস্থা শোচনীয়। একের পর এক ম্যাচ হেরে সমালোচনার শিকার হচ্ছে দলটি। দলের এমন পরিস্থিতিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকেও বসিয়ে রাখছে তারা। আইপিএলের চলতি মৌসুমে প্রথম ছয় ম্যাচে ধারাবাহিকভাবে মাঠে নামেন মুস্তাফিজ। তবে টিম কম্বিনেশনের কারণে শেষ তিন ম্যাচে খেলা হয়নি এই কাটার মাস্টারের। আজ রোববার নিজেদের দশম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল। ঘরের মাঠে আজও মুস্তাফিজকে ছাড়াই হয়তো মাঠে নামবে দলটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে দুদলের লড়াই।
পয়েন্ট টেবিলে মুস্তাফিজের দলের অবস্থা খুব একটা ভালো নয়। প্রথম সারির চারটি দলই পয়েন্ট ব্যবধানে বেশ এগিয়ে আছে। তাই শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মুম্বাইয়ের সামনে সমীকরণ হলো বাকি সব ম্যাচেই জিততে হবে। সেই হিসাব সামনে রেখেই শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে আছে দলটি। ওই ম্যাচেও মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামে তারা।
শেষের দিকে প্রতি ম্যাচে মুস্তাফিজকে একাদশে না রাখায় সমালোচনা শিকার হতে হচ্ছে মুম্বাইকে। ডেথ ওভারের মতো গুরুত্বপূর্ণ সময়ে দলের আস্থার জায়গা এই তারকাকে বসিয়ে রাখায় অনেক সাবেক ক্রিকেটারও এর সমালোচনা করেন। তবে মুম্বাইয়ের কোচ শেন বন্ড মনে করেন, তাঁদের টিম কম্বিনেশনে কোনো সমস্যা নেই। জয়ের লক্ষ্যেই তাঁরা মাঠে নামেন।
তিনি বলেন, ‘আমি মনে করি না যে মুস্তাফিজকে না নেওয়াটা আমাদের জন্য ভুল ছিল। আমাদের দল নির্বাচন নিয়ে একেবারেই কোনো সমস্যা নেই।’