অবশেষে ফিরেছেন নেইমার
গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। এর পর তাঁর পায়ের অস্ত্রোপচার করা হয়। ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেওয়ার কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে। আশার কথা, এখন তিনি অনেকটাই ফিট। বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে মাঠে নামতে পারবেন বলে ব্রাজিল শিবির স্বস্তির নিশ্বাস ফেলেছে। এর মধ্যেই নিজের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) ফিরে গেছেন এই ২৬ বছর বয়সী তারকা। গত শুক্রবার প্যারিসে উড়াল দেন এই তিনি।
ফ্রান্সে পৌঁছেই পরদিন অনুশীলনে যোগ দেন বিশ্বের দামি এই তারকা। গতকাল শনিবার পিএসজি টুইটার অ্যাকাউন্টে নেইমারের কিছু ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, ব্যায়ামাগারে কঠোর অনুশীলন করছেন এই ফরোয়ার্ড।
ক্লাবে ফিরে গেলেও নেইমার জানিয়েছেন, তাঁর মূল উদ্দেশ্য বিশ্বকাপে খেলা। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করেছেন এই ব্রাজিলিয়ান। বিশ্বকাপের এখনো বাকি ৩৯ দিন। এর মধ্যেই নিজেকে পুরোপুরি ফিট করার মিশনে নেমেছেন এই তারকা।
আগামী মঙ্গলবার ফ্রান্স কাপ ফাইনালে পিএসজির খেলা আছে। এরপর পিএসজির সামনে কেবল এক ম্যাচ বাকি। ১৯ মে কায়েনের বিপক্ষে মাঠে নামবে দলটি। পিএসজির আশা, ওই ম্যাচে তারা দলে পাবে দামি এই তারকাকে।
ব্রাজিল চিকিৎসক রদ্রিগো লাসমারের পর্যবেক্ষণে আছেন নেইমার। এই চিকিৎসক বলেন, ’২১ মে ব্রাজিল দলের ট্রেনিং শুরু হবে। এই অনুশীলন শুরুর আগেই নেইমারকে শতভাগ সুস্থ করার লক্ষ্যেই কাজ করছি আমি।’