‘মা হতে গেলে নিজের লক্ষ্য জলাঞ্জলি দিতে হবে না’

Looks like you've blocked notifications!

গত এপ্রিলেই সুখবরটি দিয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা, মা হতে যাচ্ছেন তিনি। আগামী অক্টোবরে তাঁদের সন্তানের পৃথিবীর আলো দেখার কথা রয়েছে। তাই এখনই আলোচনা শুরু হয়ে গেছে, তাঁর খেলোয়াড়ি ভবিষ্যৎ নিয়ে। টেনিস কোর্টে কি আবার ফিরতে পারবেন তিনি, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই।

অবশ্য সানিয়া খুবই আত্মবিশ্বাসী, আগামী অক্টোবর নাগাদ সন্তান ভূমিষ্ঠ হলেই আবার কোর্টে ফেরার লড়াই শুরু করে দেবেন তিনি। ২০২০ অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি।   

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে সানিয়া মির্জা বলেন, ‘আসলে মা হওয়াটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। এর পরই আমি কোর্টে ফিরতে পারব। নিজেকে আগের মতো ফিট করে তুলতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। তা ছাড়া আমার এমন বয়সও হয়ে যায়নি যে ফেরার রাস্তাটা কঠিন হয়ে যাবে।’

এ প্রসঙ্গে সানিয়া আরো বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমি হাঁটুর চোটে ভুগছি। এই সময় আমাকে বিশ্রামে থাকতে হবে। তাই ভাবলাম, এ অবসরটাই পরিবার নিয়ে ভাবার সেরা সময়।’

মা হতে গেলে নিজের লক্ষ্য জলাঞ্জলি দিতে হবে না বলেও মনে করেন এই ভারতীয় টেনিস তরাকা, ‘আমার লক্ষ্য একটা মিথ ভাঙা। মা হওয়ার পর অনেক কিছুই করা সম্ভব। সেটা আমি করে দেখাতে প্রস্তুত।’

তবে আবার আগের মতো ফর্মে ফিরতে পারবেন কি-না এমন প্রশ্নের জবাবে সানিয়া বলেন, ‘এটা ঠিক, মা হওয়ার পর আমার কিছুটা ওজন বাড়বে। আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। আমার বিশ্বাস, পরিশ্রম করলে সাফল্য আসবেই।’