বিদায়ী ম্যাচে ওয়েঙ্গারকে শিষ্যদের জয় উপহার
ইংলিশ ক্লাব আর্সেনালের সঙ্গে দীর্ঘদিন দারুণ এক বন্ধনে জড়িয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। ক্লাবটির সঙ্গে ২২ বছরের সে বন্ধন ভাঙতে যাচ্ছে। এই মৌসুম শেষেই বিদায় নেবেন তিনি। বিদায়ের আগে শিষ্যরা তাঁকে জয় উপহার দিতে চেয়েছিল। কিন্তু এর আগে ৩০ এপ্রিল হাড্ডাহাড্ডি লড়াই করেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় দলটি। এবার ওয়েঙ্গার পেলেন কাঙ্ক্ষিত জয়ের স্বাদ। গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলি এফসিকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে কোচের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখল ওয়েঙ্গার শিষ্যরা।
গতকাল রোববার রাতের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এমিরেটস স্টেডিয়ামে। এই স্টেডিয়াম ওয়েঙ্গারের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল। তাই এই স্টেডিয়ামে গুরুকে জয় উপহার দিতেও মরিয়া হয়ে উঠেছিলেন আর্সেনালের খেলোয়াড়রা। ম্যাচের শুরু থেকেই পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা বার্নলির বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা আর্সেনাল ম্যাচের ১৪ মিনিটেই পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। পিয়েরে-এমরিক ওবামায়েংয়ের সৌজন্যে প্রথম গোলের দেখা পায় পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যালেক্সান্ড্রে লাকাজেতের গোলের মাধ্যমে ব্যবধান বাড়ায় তারা। এই গোলের মাধ্যমে লিগে নিজের ১৪তম গোল করেন এই স্ট্রাইকার। প্রথামার্ধ ২-০ ব্যবধানে শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও বার্নলিকে পাত্তা না দিয়ে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ৫৪ মিনিটে সিয়াদ কোলাসিনাকের গোলে ৩-০ গোলের লিড পায় দলটি। ধারাবাহিক আক্রমণের সুবাদে ম্যাচের ৬৪ মিনিটে গোল পান নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স আইওবি। ম্যাচের ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন ওবামায়েং। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৫-০ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দল।
প্রিমিয়ার লিগে তেমন সাফল্য লাভ করতে পারেনি আর্সেনাল। ৩৬ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে অবস্থান করছে তারা।