ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন
বল টেম্পারিং কেলেঙ্কারিতে তোলপাড় হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট অঙ্গন। নিষেধাজ্ঞার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখন নতুন করে দল গোছানোর পরিকল্পনা চলছে অস্ট্রেলিয়া শিবিরে। তারই অংশ হিসেবে এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো টিম পেইনের কাঁধে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরে পেইনের হাতেই থাকবে অস্ট্রেলিয়া ওয়ানডে দলের নেতৃত্বের ভার। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখা যাবে অ্যারন ফিঞ্চকে।
বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই ইংল্যান্ড সফর দিয়েই শুরু হবে অসিদের নতুন পথচলা। আগামী জুনে ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সে জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর সেখানে দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা গেছে পেইনের নাম। ওয়ার্নারের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : টিম পেইন (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কারি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, হাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, আর্চি শর্ট, বিলি স্টানলেক, মার্কাস স্টোইনিস ও অ্যান্ড্রু টাই।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারি, অ্যাশটন অ্যাগার, ট্রাভিস হেড, নিক ম্যাডিসন, গ্লেন ম্যাক্সওয়েল, হাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, আর্চি শর্ট, বিলি স্টানলেক, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, মিচেল সুইপসন ও জ্যাক উইল্ডারমুথ।