ক্রিকেট বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল পাঁচ বছরের শিশু
দুই যমজ মেয়ে আর পাঁচ বছর বয়সী ছেলে হ্যারিকে নিয়ে মা মিচেল বেড়াতে গিয়েছিলেন তাঁর বান্ধবীর বাসায়। পাশাপাশি বাসা হওয়ায় বেশ খানিকটা সময় কাটিয়ে যখন বন্ধুকে বিদায় বলে চলে আসবেন, ঠিক তখনই হ্যারির কানে আঘাত হানে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ক্রিকেট বল। সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পাঁচ বছরের শিশুটি। বৃহস্পতিবার এমন এক ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের ডোরসেটে।
মিচেলের বান্ধবীর বাড়ির ঠিক পাশেই রয়েছে এক স্কুলমাঠ। সেখানেই ছেলেরা খেলছিল ক্রিকেট। আর তাদেরই হাঁকানো বলে আঘাত পেয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয়েছে হ্যারিকে। জ্ঞান ফিরলেও মাত্রই স্কুলে ভর্তি হওয়া পাঁচ বছর বয়সী শিশুটি চোখে দেখছে কম, কানেও কম শুনছে। সঙ্গে নাকও ফুলে উঠেছে বেদম।
অবশ্য চিকিৎসকরা অবাক হয়েছেন এখনো হ্যারি বেঁচে আছে দেখে। যেভাবে বলের আঘাত লেগেছিল মাথায়, তাতে বেঁচে যেতে পারে শুধু ভাগ্যবানরাই। একটু সুস্থ হয়ে ওঠায় আপাতত হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যারিকে। সেখানেই মা মিচেল সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন ছেলেকে।
নিজের শিশুসন্তানের হঠাৎই এমন অসুস্থ পড়ায় বেশ বিচলিত মা মিচেল। এর আগেও এই স্কুলের মাঠে ছেলেদের ক্রিকেট খেলার সময় বলের আঘাতে তাঁদের গাড়ির কাচ, বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছিলেন, মাঠের চারপাশের বেড়াগুলো যেন আরো উঁচু করে দেওয়া হয়। তবে সে কথায় কান দেননি সে স্কুলের কর্তারা।