দক্ষিণ আফ্রিকায় হেরেই চলছে নারী দল
দক্ষিণ আফ্রিকা সফরে হারটা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ হেরেছেন রুমানারা। গতকাল শুক্রবার রাতে তাঁরা হেরেছেন ১৫৪ রানের বিশাল ব্যবধানে। এই হারে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল।
এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় হার। কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৩০ রান গড়ে স্বাগতিকরা। অথচ বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৬ রানে।
বাংলাদেশের পক্ষে জাহানারা আলম ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েও পতিপক্ষের বড় সংগ্রহের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। একটি করে উইকেট পান পান্না ও রুমানা।
এই চ্যালেঞ্জিং সংগ্রহের জবাবে বাংলাদেশের মেয়েরা ব্যাট করতে নেমে শুরুতেই যে বিপর্যয়ে পড়েন তা আর কাটিয়ে উঠতে পারেননি। দলের পক্ষে তিনজন মাত্র দুই অঙ্কের কোটায় পৌঁছেছেন। সর্বোচ্চ সংগ্রহ ফারজানা হকের, ২২ রান।
আগামী সোমবার ব্লুমফন্টেইনে সিরিজের শেষ ওয়ানডে। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২০ মে।