রাশিয়া বিশ্বকাপের আইসল্যান্ড দল ঘোষণা

Looks like you've blocked notifications!

নিজেদের ফুটবল ইতিহাসে এর আগে কখনও বিশ্বকাপের মূল পর্বে সুযোগ মেলেনি আইসল্যান্ডের। রাশিয়া বিশ্বকাপ দিয়েই ইউরোপের দেশটি প্রথমবারের মতো বিশ্বসেরার আসরে মাঠে নামবে।

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে তাই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির কোচ হাইমির হালগ্রিমসন। দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন  গেল ইউরো কাপে স্কোয়াডে। ২০১৬ সালের সে আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আইসল্যান্ড।

মাঝমাঠের খেলোয়াড় অ্যারন গানারসনকে দেওয়া হয়েছে দলের নেতৃত্বভার। সব মিলিয়ে প্রত্যাশামাফিক দলই পেয়েছে বলতে হয় বিশ্বকাপে পা রাখতে যাওয়া দলটি। তবে শেষ মুহুর্তে হাঁটুর চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড কোলবেইন সিগথারসন।

রাশিয়া বিশ্বকাপে ২৩ সদস্যের আইসল্যান্ড দল:

গোলরক্ষক : হ্যানেস থর হালডরসন, রানার অ্যালেক্স রানারসন, ফেড্রিক শ্রাম।

ডিফেন্ডার : কারি আরনাসন, আরি ফেয়ের স্কালাসন, বিরকির সাভারসন, ইনগি ইনগাসন, হর্ডার মাগনাসন, হেলমার আইজফসন, রাগনার সিগার্দসন।

মিডফিল্ডার : ইয়োহান গাডমান্দসন, বিরকির বার্জারন, অরুন ইনগুই ট্র্যাশিসন, এমিল হালফ্রেডসন, গিলফি সিগার্ডসন, ইনজি স্কালাসন, রুরিক গিসসন, স্যামুয়েল ফ্রিজজনসন, অ্যারন গানারসন (অধিনায়ক)।

ফরোয়ার্ড : আলফ্রেড ফিনবগাসন, হর্ন সিগার্ডসন, জন বোভারসন, আলবার্ট গাডমান্দসন।