ইতিহাস গড়ল গার্দিওলার ম্যানসিটি
প্রিমিয়ার লিগে এবার ম্যানচেস্টার সিটির জন্য রেকর্ড গড়ার মৌসুম। পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ জিতে নিয়েছে তারা। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাদের দখলে। শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করল পেপ গার্দিওলার দল। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।
৯৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ খেলতে নামে পেপের শিষ্যরা। জয়টা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত। খেলা গোলশূন্য ড্র থাকে। অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউ। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডি ব্রুয়েনের পাস থেকে বল পেয়ে ট্যাপ ইনে সিটির হয়ে ঐতিহাসিক রেকর্ডের গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস।
এ জয়ের ফলে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ল গার্দিওলারা। পাশাপাশি লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩২টি জয়ের রেকর্ড গড়ল দলটি।
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় দলের থেকে সর্বোচ্চ ব্যবধানে লিগ জয়ের রেকর্ড গড়ল সিটিজেনরা। আগের ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছিল তারা। গার্দিওলার শিষ্যদের জন্য এক রেকর্ডময় মৌসুম শেষ হলো।