নতুন কোচ পাচ্ছে নেইমারের পিএসজি
চলতি মৌসুমে ট্রেবল জেতার পর কোচ উনাই এমেরির সঙ্গে আর সম্পর্ক বাড়ায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফলে এমেরির সঙ্গে ক্লাবটির সব সম্পর্ক চুকে গেছে। নতুন কোচের সঙ্গে দুই বছরের চুক্তিও করে ফেলেছে প্যারিসের ক্লাবটি। পিএসজিতে নেইমারদের নতুন কোচ টমাস টুসেল। ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে উনাই এমেরির স্থালাভিষিক্ত হবেন তিনি।
২০১৭ সালে বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছাড়েন এই জার্মান কোচ। এর পর কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না টুসেল। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৪৪ বছর বয়সী এই জার্মান। ২০১৫ সালে ডর্টমুন্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হওয়ার পর ক্লাবটিতে দুই বছর দায়িত্ব পালন করেন টুসেল।
পিএসজির কোচ হতে পেরে স্বভাবতই খুশি টুসেল। এই জার্মান কোচ বলেন, 'আমি খুবই খুশি এই ক্লাবটির কোচ হতে পেরে। এখানে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এই ক্লাবে বিশ্বের অন্যতম সেরা তারকারা খেলছে। আশা করছি, তাদের সঙ্গে কাজ করাটা আনন্দদায়ক হবে। আমি যথাসাধ্য চেষ্টা করব ক্লাবটির সাফল্য ধরে রাখতে। আত্মবিশ্বাস আছে, আমি সেটা পারব।'
উনাই এমেরির অধীনের ক্লাবটি পাঁচটি শিরোপা জিতলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে সাফল্য দেখাতে পারেনি। ক্লাবটির নজরও এখন ইউরোপের দিকেই। নতুন কোচের দায়িত্ব থাকবে সামনের মৌসুমগুলোতে ইউরোপে দাপিয়ে বেড়ানো সেরা টিমগুলোর সঙ্গে টক্কর দেওয়া। সে লক্ষ্যেই কাজ করবেন তিনি। এ জন্য অবশ্য দলের সেরা খেলোয়াড় এডিনসন কাভানি ও নেইমার ডি সিলভাকে নিয়ে পরিকল্পনা সাজানোর কথাও ভেবে ফেলেছেন এই অভিষিক্ত কোচ।