সৌরভকে নিয়ে একতা কাপুরের ভাবনা
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ভোলার নয়। তাঁর নেতৃত্বেই একসময় ভারতীয় দল সাফল্যের শিখরে পৌঁছেছিল। বলা হচ্ছে সৌরভ গাঙ্গুলীর কথা। দেশকে বহু সাফল্য এনে দেওয়া এই তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা চলছে। শোন যাচ্ছে, এই পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়েছেন বলিউডের বিখ্যাত প্রযোজক একতা কাপুর।
বিষয়টি নিয়ে সৌরভের সঙ্গে একতা কাপুরের কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে সম্প্রতি জানা গেছে, সৌরভের জীবনী নিয়ে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে।
এ ব্যাপারে বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুর বলেন, ‘দাদার (সৌরভ গাঙ্গুলী) জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি পরিকল্পনা নিয়েছি। বিষয়টা নিয়ে দাদার সঙ্গে কথাও হয়েছে।’
এর আগে মোহাম্মদ আজহার উদ্দিনকে জীবনী নিয়ে ‘আজহার’ এম এস ধোনির ‘দ্য আনটোল্ড স্টোরি’, ‘শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে ‘অ্যা বিলিয়ন ড্রিমস’ চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
অবশ্য এর আগে সৌরভের জীবনী নিয়ে ছবি নির্মাণের আগ্রহ দেখিয়েছিলন বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি। তখন তা আলোর মুখ দেখেনি। এবার একতার পরিকল্পনায় কতটা সাফল্য আসে সেটাই দেখার।
ভারতের হয়ে ১১৩টি টেস্ট খেলে ৭২১২ রান করেন সৌরভ। আর ৩১১টি ওয়ানডে খেলে ১১, ৩৬৩ রান করেন। তাঁর নেতৃত্বে ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। এ ছাড়া অধিনায়ক হিসেবে দেশকে আরো অনেক সাফল্য এনে দিয়েছিলেন তিনি।