বিশ্বকাপে যারা ছিলেন সর্বাধিক গোলদাতা

রাশিয়া বিশ্বকাপ বলা চলে একদম দুয়ারে। হতে বাকি আর মাত্র ২২ দিন। এবারে বসতে যাচ্ছে প্রতিযোগিতার ২১তম আসর। ফুটবল গোলের খেলা, তাই ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে নিঃসন্দেহে সবার আগ্রহের কেন্দ্রে থাকেন টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার দিকেই। মাঠে গড়ানো ২১ আসরে এখন পর্যন্ত মোট ২২ জন হয়েছেন সবচেয়ে বেশি গোলের মালিক।
বিশ্বকাপের একদম শুরুর আসর অর্থাৎ ১৯৩০ বিশ্বকাপ থেকে ১৯৭৮ বিশ্বকাপ পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতার জন্য ছিল না কোনো পুরস্কার। ১৯৮২ বিশ্বকাপ থেকে অ্যাডিডাস ও ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিন শুরু করে এই পুরস্কারের প্রচলন।
১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালি দলের ফরোয়ার্ড পাওলো রসি জিতে নেন প্রথম ‘গোল্ডেন সু’। ২০১০ বিশ্বকাপ থেকে পুরস্কারটির নাম বদলে হয়ে যায় ‘গোল্ডেন বুট’। নাম পাল্টে যাবার পর প্রথম পুরস্কারটা বগলদাবা করেন থমাস মুলার। সব শেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কলোম্বিয়ার হামেস রদ্রিগেজ জিতেছেন গোল্ডেন বল।
১৯৬২ সালে কিন্তু একইসঙ্গে ছয়জন ছিলেন সবচেয়ে বেশি গোলদাতার তালিকায়। এরা সবাই করেছিলেন চারটি করে গোল। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও ‘গোল্ডেন সু’ জিতেছেন একসাথে দুজন। এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা রয়েছে জাস্ট ফন্টেইনের দখলে। ফরাসি এই ফরোয়ার্ড ১৯৫৮ বিশ্বকাপে একাই করেছিলেন ১৩ গোল।
প্রথম বিশ্বকাপ থেকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত সর্বাধিক গোলদাতারা:
বিশ্বকাপ ১৯৩০: গুইলেরমো স্তাবিলে, ৮ গোল (আর্জেন্টিনা)
বিশ্বকাপ ১৯৩৪: ওদ্রিচ নেহেদলি, ৫ গোল (ইতালি)
বিশ্বকাপ ১৯৩৮:লিওনিদাস, ৭ গোল (ব্রাজিল)
বিশ্বকাপ ১৯৫০:আদেমির, ৮ গোল (ব্রাজিল)
বিশ্বকাপ ১৯৫৪ : সান্দার কোকসিস, ১১ গোল (হাঙ্গেরি)
বিশ্বকাপ ১৯৫৮ : জাস্ট ফন্টেইন, ১৩ গোল (ফ্রান্স)
বিশ্বকাপ ১৯৬২ : ফ্লোরিয়ান আলবার্ট, ৪ গোল (হাঙ্গেরি)
ভ্যালেনটিন ইভানোভ, ৪ গোল (সোভিয়েত ইউনিয়ন)
গারিঞ্চা, ৪ গোল (ব্রাজিল)
ভাভা, ৪ গোল (ব্রাজিল)
দ্রাহান জার্কোভিচ, ৪ গোল (যুগস্লোভিয়া)
লিওনেল সানচেজ, ৪ গোল (চিলি)
বিশ্বকাপ ১৯৬৬ : ইউসেবিও, ৯ গোল (পর্তুগাল)
বিশ্বকাপ ১৯৭০ : গার্ড মুলার, ১০ গোল (জার্মানি)
বিশ্বকাপ ১৯৭৪ : গ্রেজেগোর্জ লাতো, ৭ গোল (পোল্যান্ড)
বিশ্বকাপ ১৯৭৮ : মারিও কেম্পেস, ৬ গোল (আর্জেন্টিনা)
বিশ্বকাপ ১৯৮২ : পাওলো রসি, ৬ গোল (ইতালি)
বিশ্বকাপ ১৯৮৬ : গ্যারি লিনেকার, ৬ গোল (ইংল্যান্ড)
বিশ্বকাপ ১৯৯০ : সালভাতরে স্কিলাচি, ৬ গোল (ইতালি)
বিশ্বকাপ ১৯৯৪ : ওলেগ সালেনকো, ৬ গোল (রাশিয়া)
রিস্টো স্টইচকভ, ৬ গোল (বুলগেরিয়া)
বিশ্বকাপ ১৯৯৮ : দেভর সুকার, ৬ গোল (ক্রোয়েশিয়া)
বিশ্বকাপ ২০০২ : রোনালদো, ৮ গোল (ব্রাজিল)
বিশ্বকাপ ২০০৬ : মিরোস্লাভ ক্লোজ, ৫ গোল (জার্মানি)
বিশ্বকাপ ২০১০ : থমাস মুলার, ৫ গোল (জার্মানি)
বিশ্বকাপ ২০১৪ : হামেস রদ্রিগেজ, ৬ গোল (কলোম্বিয়া)