প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন নেইমার

Looks like you've blocked notifications!

চোটে পড়ে গিয়েছিলেন ডাক্তারের ছুরির নিচে। এরপর প্রায় দুইমাসেরও বেশি সময় নেইমার ডি সিলভাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে ব্রাজিলিয়ান তারকা মরিয়া হয়ে আছেন বিশ্বকাপের আসর দিয়েই মাঠে ফিরতে। দলের ট্রেইনার জানালেন, প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠছেন নেইমার।

এই মধ্যে ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। বল পায়েও দৌড়াচ্ছেন নিয়মিতই। দলের ট্রেইনার ফ্যাবিও মাহসেরেদিহান জানিয়েছেন, প্রতিদিনই অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারকা।

নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন দেখে মুগ্ধ ব্রাজিল দলের ট্রেইনার, ‘আমরা যেমনটা আশা করেছিলাম নেইমার সেরে উঠছে তার চেয়েও তাড়াতাড়ি।’

গত মার্চে নেইমার পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছিলেন অস্ত্রোপচারের টেবিলে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ছিলেন সেই অস্ত্রোপচার দলের প্রধান। নেইমার প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আস্তে আস্তে সে স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে। এরপর তাঁকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে। তারপরই ম্যাচ খেলতে নামবে মাঠে।’

লাসমার এর আগেও আশাবাদ ব্যক্ত করেছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই মাঠে নামবেন নেইমার। যে গতিতে সেরে উঠছেন পিএসজি তারকা তাতে রাশিয়ায় যে সরাসরি মাঠেই দেখা মিলছে তাঁর, তেমনটা বলা বাহুল্য।  

বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৭ জুন মাঠে নামবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে নেইমারদের বাকি দুই প্রতিদ্বন্দ্বীরা হলো কোস্টারিকা ও সার্বিয়া।