চোখধাঁধানো গোলে আলোচনায় বেল

Looks like you've blocked notifications!

গতকাল রাতে ইউরোপের সেরার লড়াইয়ে মাঠে নেমেছিল লিভারপুল- রিয়াল মাদ্রিদ। ইউক্রেনের কিয়েভে ফাইনালে মোহামেদ সালাহর লিভারপুলকে ১-৩ গোলের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তোলেন জিনেদিন জিদানের শিষ্যরা।

রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় অবদান গ্যারেথ বেলের। যার জোড়া গোল ম্যাচে ব্যবধান তৈরি করে দেয়। যার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ লিভারপুলকে হারিয়ে ত্রয়োদশ বারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফির স্বাদ পেয়েছে, সেই বেল প্রথম থেকে ছিলেন না একাদশে। প্রথমার্ধ বেঞ্চেই কাটান রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের শুরুতেও তাকে মাঠে নামায়নি জিদান। ম্যাচের ৬১ মিনিটে বেল মাঠে নামলেই সব যেন নিমেষে পাল্টে যায়।

এর আগে ম্যাচের ৫১তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। চার মিনিট পর সাদিও মানে সমতা ফেরালেও লিভারপুলের শেষ রক্ষা হয়নি।

ম্যাচের ৬১তম মিনিটে ইসকোর বদলি হিসেবে মাঠে নামার তিন মিনিট পরই দুর্দান্ত বাই সাইকেল কিকে দলকে এগিয়ে নেন বেল। এমন অসাধারণ চোখ ধাঁধানো গোল ফুটবলপ্রেমীদের খুব কমই দেখার সৌভাগ্য হয়েছে। ম্যাচের ৮৩ তম মিনিটে ওয়েলসের এই ফরোয়ার্ড ম্যাচের দ্বিতীয় গোল পেয়ে যান ভাগ্যদেবীর সাহচর্যে। বেলের শট গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ালে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই দলে এমন দারুণ অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত বেল। তিনি জানান, লা লিগায় ব্যর্থ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা খুব করে চেয়েছিলেন তাঁরা। শিরোপা জিততে পুরো দলই তীব্র ক্ষুধা পুষে রেখেছিল।