চোটে আক্রান্ত হয়ে বিশ্রামে মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের মতো মুস্তাফিজুর রহমানও ছিলেন একটু অনুজ্জ্বলই। শেষ চারে শেষমেশ আর ওঠা হয়নি বাঁহাতি পেসারের দলের। দেশে ফিরেছেন গতকাল শনিবারই। যদিও ভারত থেকে চোট নিয়েই এসেছেন মুস্তাফিজ। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ বলছেন, কাটার-মাস্টারের এই চোট খুব একটা গুরুতর নয়, কদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে মিরপুর শেরেবাংলায় অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সফরের মতো এবার ভারত সফরে আবারও দলের কোচের দায়িত্ব পেয়েছেন ওয়ালশ।
‘হোম অব ক্রিকেটে’ আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যারিবীয় কিংবদন্তি জানিয়েছেন মুস্তাফিজের বর্তমান অবস্থা, ‘এই মুহূর্তে ওর পায়ের পাতায় সামান্য সমস্যা আছে। আইপিএলে সে পায়ের আঙুলে একটু আঘাত পেয়েছে। গতকাল সে যখন রিপোর্ট করেছে, শতভাগ ফিট ছিল না। স্বস্তির ব্যাপার হলো, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের অগ্রভাগ।’
সিরিজের আগেই যেন ফিট হয়ে যাওয়া যায় সেজন্য বাঁহাতি পেসারকে সাময়িক বিশ্রাম দেয়া হয়েছে বলেও জানান ওয়ালশ, ‘আমরা তাঁকে দিন দুয়েকের বিশ্রাম দিয়েছি। আমরা চাই, ভারতে সে নিজের পুরোটা দিয়ে জ্বলে উঠুক। সে অনেক উন্নতি করেছে। নিজের শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ের গতিও ফিরে আসছে। আমার ধারণা, ভারতে সে ভালো করবে।’
দেরাদুনের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সফল হতে হলে যে বোলারদের ভাল করার কোন বিকল্প নেই সে ভালই জানা আছে ওয়ালশের। তাই সাবেক উইন্ডিজ পেসার বোলারদের জানিয়েছেন এগিয়ে আসার আহ্বান, ‘বোলারদের এগিয়ে আসতে হবে, শুধু রুবেল বা ফিজ নয়। যে পেস বোলারকেই ব্যবহার করা হবে, আমরা চাই তারা ভালো করুক। স্পিনারদেরও ধারাবাহিক হতে হবে।’